কালকা মেলের নতুন নাম 'নেতাজী এক্সপ্রেস'! আবিদকে মরণোত্তর সম্মান
Share Link:

নিজস্ব প্রতিনিধি: 'মহানিষ্ক্রমণ'। নেতাজী সুভাষচন্দ্র বসু কলকাতার এলগিন রোডের বাড়ি ছেড়ে ব্রিটিশ গুপ্তচরদের চোখে ফাঁকি দিয়ে রাতের আঁধারে পাড়ি জমিয়েছিলেন দেশকে স্বাধীন করার পথে। বাঙালির কাছে সেই ঘটনাই 'মহানিষ্ক্রমণ' নামে পরিচিতি পেয়েছে। সেই রুদ্ধশ্বাস অভিযানে নেতাজি গাড়ি করে চলে গিয়েছিলেন গোমো জংশনে। এরপর সেখান থেকে কালকা মেলে চড়ে চলে গিয়েছিলেন দেশের পশ্চিম সীমান্তে। নেতাজীর ১২৫তম জন্মবার্ষিকীতে তাই মোদি সরকারের শ্রদ্ধার্ঘ্য কালকা মেলকে 'নেতাজী এক্সপ্রেস' নামে চালানোর সিদ্ধান্ত। ইতিমধ্যেই নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ইতিমধ্যেই ‘পরাক্রম দিবস’ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র। এবার হাওড়া-কালকা মেলের নতুন নামকরণ হল ‘নেতাজী এক্সপ্রেস’। মঙ্গলবারই রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রেলমন্ত্রক হাওড়া-কালকা মেলের নতুন নামে অনুমোদন দিয়েছে।
কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক জানিয়েছে, ভারতের স্বাধীনতার ইতিহাসে নেতাজীর অবিস্মরণীয় অবদানকে শ্রদ্ধা জানাতে এবার থেকে ২৩ জানুয়ারি ‘পরাক্রম দিবস’ হিসাবে পালিত হবে। সেই সঙ্গে রেলমন্ত্রী পীযূশ গোয়েল একটি ট্যুইট করে জানান, 'নেতাজীর পরাক্রমের হাত ধরে ভারতের স্বাধীনতা ও উন্নয়নের নতুন পথ শুরু হয়। আমি উচ্ছ্বসিত, তাঁর এই জন্মদিনকে সামনে রেখে ‘নেতাজী এক্সপ্রেসের’ পথ চলা শুরু হবে।' রেল জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারি থেকে কালকা মেল 'নেতাজী এক্সপ্রেস' নামে নিত্যদিন যাতায়াত করবে আপ ও ডাউন লাইনে। নতুন এই ট্রেনের নম্বর হবে ১২৩১১ আপ ও ১২৩১২ ডাউন। এর জন্য অবশ্য যারা আগে থেকে এই ট্রেনে আসন সংরক্ষন করে রেখেছেন তাঁদের কোনও সমস্যায় পড়তে হচ্ছে না। আবার আগেকার মতোই এই ট্রেনের সময়সূচী, রুট ও স্টপেজ একই থাকছে।
এদিকে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে মরণোত্তর নেতাজি সম্মান দেওয়া হচ্ছে তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী আবিদ হাসান সফরানিকে। এ কথা জানিয়েছেন নেতাজি রিসার্চ ব্যুরোর অধিকর্তা সুগত বসু। তিনি জানিয়েছেন, 'আমাদের মনে হয়েছে, আবিদ হাসানকে সম্মান জানানোর এটাই আদর্শ সময়। নেতাজি যে সাম্যের কথা বলতেন, সেটা তুলে ধরতে এই সিদ্ধান্ত। সেই ভাবনা থেকে আবিদ হাসানের পরিবারের সঙ্গে যোগাযোগ করি আমরা। ২৩ জানুয়ারি তাঁর আত্মীয়া ইসমত মেহেদি হায়দরাবাদ থেকে এই সম্মান গ্রহণ করবেন। হায়দরাবাদের যুবক আবিদ হাসান সফরানি, জার্মানিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিলেন। ১৯৪১ সালে সুভাষচন্দ্র বসু জার্মানিতে পৌঁছলে ধীরে ধীরে তাঁর সঙ্গে সখ্যতা গড়ে ওঠে আবিদের। নেতাজি ইউরোপ থেকে ডুবোজাহাজে এশিয়ার উদ্দেশে যাত্রায় লেগেছিল ৯০ দিন। যাত্রাপথে একমাত্র ভারতীয় সঙ্গী ছিলেন এই আবিদ হাসান। এর পাশাপাশি, সিঙ্গাপুর এবং রেঙ্গুনেও নেতাজির ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন আবিদ। ইম্ফলে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। সুগত বসু মনে করিয়ে দেন,'উনি নেতাজির শেষদিন পর্যন্ত সঙ্গে ছিলেন। ভারত স্বাধীন হওয়ার পর ফরেন সার্ভিসে যোগ দেন। একাধিক দেশে ভারতের হয়ে কূটনীতিকের দায়িত্ব সামলেছেন।'
কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক জানিয়েছে, ভারতের স্বাধীনতার ইতিহাসে নেতাজীর অবিস্মরণীয় অবদানকে শ্রদ্ধা জানাতে এবার থেকে ২৩ জানুয়ারি ‘পরাক্রম দিবস’ হিসাবে পালিত হবে। সেই সঙ্গে রেলমন্ত্রী পীযূশ গোয়েল একটি ট্যুইট করে জানান, 'নেতাজীর পরাক্রমের হাত ধরে ভারতের স্বাধীনতা ও উন্নয়নের নতুন পথ শুরু হয়। আমি উচ্ছ্বসিত, তাঁর এই জন্মদিনকে সামনে রেখে ‘নেতাজী এক্সপ্রেসের’ পথ চলা শুরু হবে।' রেল জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারি থেকে কালকা মেল 'নেতাজী এক্সপ্রেস' নামে নিত্যদিন যাতায়াত করবে আপ ও ডাউন লাইনে। নতুন এই ট্রেনের নম্বর হবে ১২৩১১ আপ ও ১২৩১২ ডাউন। এর জন্য অবশ্য যারা আগে থেকে এই ট্রেনে আসন সংরক্ষন করে রেখেছেন তাঁদের কোনও সমস্যায় পড়তে হচ্ছে না। আবার আগেকার মতোই এই ট্রেনের সময়সূচী, রুট ও স্টপেজ একই থাকছে।
এদিকে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে মরণোত্তর নেতাজি সম্মান দেওয়া হচ্ছে তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী আবিদ হাসান সফরানিকে। এ কথা জানিয়েছেন নেতাজি রিসার্চ ব্যুরোর অধিকর্তা সুগত বসু। তিনি জানিয়েছেন, 'আমাদের মনে হয়েছে, আবিদ হাসানকে সম্মান জানানোর এটাই আদর্শ সময়। নেতাজি যে সাম্যের কথা বলতেন, সেটা তুলে ধরতে এই সিদ্ধান্ত। সেই ভাবনা থেকে আবিদ হাসানের পরিবারের সঙ্গে যোগাযোগ করি আমরা। ২৩ জানুয়ারি তাঁর আত্মীয়া ইসমত মেহেদি হায়দরাবাদ থেকে এই সম্মান গ্রহণ করবেন। হায়দরাবাদের যুবক আবিদ হাসান সফরানি, জার্মানিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিলেন। ১৯৪১ সালে সুভাষচন্দ্র বসু জার্মানিতে পৌঁছলে ধীরে ধীরে তাঁর সঙ্গে সখ্যতা গড়ে ওঠে আবিদের। নেতাজি ইউরোপ থেকে ডুবোজাহাজে এশিয়ার উদ্দেশে যাত্রায় লেগেছিল ৯০ দিন। যাত্রাপথে একমাত্র ভারতীয় সঙ্গী ছিলেন এই আবিদ হাসান। এর পাশাপাশি, সিঙ্গাপুর এবং রেঙ্গুনেও নেতাজির ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন আবিদ। ইম্ফলে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। সুগত বসু মনে করিয়ে দেন,'উনি নেতাজির শেষদিন পর্যন্ত সঙ্গে ছিলেন। ভারত স্বাধীন হওয়ার পর ফরেন সার্ভিসে যোগ দেন। একাধিক দেশে ভারতের হয়ে কূটনীতিকের দায়িত্ব সামলেছেন।'
More News:
26th February 2021
বাংলার বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা কমিশনের, ৮ দফা নিয়ে তীব্র আক্রমণ মমতার
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
কুঁদঘাট কাণ্ডে ৫ লক্ষের ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের! হচ্ছে তদন্তও
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
সকালের পুজোয় অভিষেক, বিকালেই কী প্রার্থী ঘোষণা! ছড়ালো জল্পনা
26th February 2021
Leave A Comment