এই মুহূর্তে




কসবায় গণধর্ষণে অভিযুক্ত প্রমিত ‘ভাল ছেলে’, দরাজ শংসাপত্র পড়শিদের




নিজস্ব প্রতিনিধি: কসবাকাণ্ডে তিন অভিযুক্তের মধ্যে অন্যতম প্রমিত মুখোপাধ্যায় হাওড়ার চ্যাটার্জিহাট থানার(Chatterjeehat P.S.) ১৬/১ হরিনাথ ন্যায়রত্ন লেনের বাসিন্দা। এলাকায় ঋজু নামে পরিচিত। ধর্ষণকাণ্ডে তার নাম জড়ানোয় রীতিমতো অবাক এলাকার বাসিন্দারা। প্রতিবেশিদের মতে, ভাল পরিবারের ছেলে প্রমিত (Pramit)। এলাকায় সে-ও ভাল ছেলে হিসাবে পরিচিত। অতীতে কখনও খারাপ আচরণের অভিযোগ নেই। ফলে এমন ন্যক্কারজনক কাণ্ডে কিভাবে তার নাম জড়াল, তা ভেবেই পাচ্ছেন না তারা।

কসবা ল কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তিনজনকে শুক্রবার আলিপুর আদালতে(Alipur Court) পেশ করা হলে বিচারক তদন্তের স্বার্থে তাদের ১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী বলে অভিযোগ। বাকি ২ জনের মধ্যে একজন কলেজের কর্মী ও একজন কলেজের পড়ুয়া। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম।

ওই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ফায়দা লোটার জন্য আসরে নেমেছে বিরোধী দলগুলো। বিক্ষোভ দেখানোর পাশাপাশি শাসকদলকে একই সঙ্গে বিঁধেছে। এমনকি কলেজে বিক্ষোভ দেখানোর অছিলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাটআউট ছেঁড়া হয়েছে। অশ্রাব্য ভাষায় শাসকদলের দুই শীর্ষ নেতা-নেত্রীকে গালিগালাজের অভিযোগ উঠেছে সিপিএমের বিপ্লবী ছাত্র-যুবদের বিরুদ্ধে। যদিও অভিযুক্তদের সঙ্গে রাজনৈতিক সংশ্রব থাকার কথা অস্বীকার করেছে শাসকদল। এমনকি নির্যাতিতার পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ইস্কন টাউন’ গড়ার জন্য মায়াপুরকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আবাসে যোজনায় টাকা দিচ্ছে না কেন্দ্র’, ফের মোদি সরকারকে নিশানা মমতার

‘বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে’, ‘পদ্মরাজ্যে’ বাঙালি হেনস্তা নিয়ে ফের সরব মমতা

সল্টলেকের এফ ডি ব্লকে নির্জন রাস্তায় তথ্য ও প্রযুক্তি কর্মীকে শ্লীলতাহানি, ধৃত ১ যুবক

ছাত্র সংসদের নির্বাচন নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, চাপ বাড়ল রাজ্য সরকারের

যাদবপুরে অভিনেত্রীকে কটূক্তি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ