এই মুহূর্তে




শনিবার রাতে কসবা ল কলেজে ঘটনার পুনঃ নির্মাণ করল কলকাতা পুলিশ




নিজস্ব প্রতিনিধি: শনিবার রাতে কসবার ল কলেজে গণধর্ষণের ঘটনায় নিয়ে আসা হল তিন অভিযুক্তকে। একে একে তিন জনকে প্রবেশ করানো হলো কলেজ প্রাঙ্গণে(College Compound)। এরপর র‍্যাফ বাহিনী ও পুলিশ দিয়ে চারপাশ ঘিরে রেখে অভিযুক্তদের কিভাবে তারা ঘটনা ঘটিয়েছে তা পুনঃনির্মাণ(Restructuring) করে দেখাতে বলা হল। কলেজের গার্ড রুমে যে গণধর্ষণের ঘটনা ঘটেছিল সেখানে কিভাবে ওই ছাত্রীকে আনা হয়েছিল এবং তার ওপরে যৌনলীলায় একে একে তিন জনে মেতে উঠেছিল তা অভিযুক্তরা পুলিশের নির্দেশ অনুযায়ী পুনঃনির্মাণ করে দেখাল।বাইরে থেকে এই ঘটনার পুনঃনির্মান যাতে কেউ দেখতে না পায় তার জন্য র‍্যাফ(RAF) বাহিনীকে দিয়ে হাতে হাত ধরে ঘিরে রাখা হয় মূল ফটক।

শুধু তাই নয় ঘটনা ঘটানোর সময় কিভাবে ওই ছাত্রীর গণধর্ষণের ঘটনা মোবাইলে তারা ক্যামেরাবন্দি করেছিল তাও পুনঃনির্মাণ করা হল। ঘটনার সময় কলেজের নিরাপত্তা রক্ষী(Sequrity Guard) কোথায় ছিল সেই অবস্থানও পরিষ্কার করল অভিযুক্তরা। মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ এই ৩ অভিযুক্তকে কলেজ প্রাঙ্গণে নিয়ে গিয়ে কিভাবে গোটা ঘটনাটা ঘটেছে তা পুনর্নির্মাণ করিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা। এই পুনঃনির্মাণ ঘটনার ভিডিওগ্রাফিও করা হয়।

কলেজের গার্ডরুমে যেখানে ঘটনা ঘটে সেখানে কোথায় কখন কিভাবে ওই ছাত্রীর ধর্ষণ তারা করেছিল এবং সেই সময় একে অপরকে কিভাবে সাহায্য করেছিল এবং একজন যখন ধর্ষণে লিপ্ত ছিল তখন ওপর দুজনের ভূমিকা কি রকম ছিল সবটাই পুনর্নির্মাণ করা হয় এদিন বারংবার। এই ঘটনার পুনঃনির্মাণের সময় গোটা কসবা ল কলেজ ঘিরে পুলিশের নিরাপত্তা বেষ্টনী ছিল নজর কাড়ার মত। দীর্ঘ সময় ধরে চলে এই পুনঃ নির্মাণ পর্ব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় এসে মিথ্যাচার করছে প্রধানমন্ত্রী মোদি, কটাক্ষ তৃণমূলের

২১ জুলাইয়ের সভা ঘিরে একাধিক শর্ত হাইকোর্টের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল

২১ জুলাই সকাল ৯’টা থেকে দু’ঘণ্টার জন্য কলকাতায় মিছিল নয় ,নির্দেশ হাইকোর্টের

SSC মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নানা ইস্যুতে একাধিক প্রশ্ন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার

২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি তুঙ্গে, মঞ্চে সম্মান প্রদান শিক্ষকদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ