24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:38 am
নিজস্ব প্রতিনিধি: প্রতিবছর দুর্গাপুজোয় (DURGA PUJA) কোনও না কোনও ভাবে জড়িয়ে থাকেন কেকেআর তারকারা। তবে গত ২ বছর অতিমারির কারণে তেমন জমেনি উৎসব। ফের জমতে চলেছে শারদোৎসব। এবছর ইউনেস্কোর মর্যাদা পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তাই আনন্দ দ্বিগুণ। পুজোর শুরুর দিনই মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ালেন কেকেআর তারকারা।
দুর্গাপুজো নিয়ে একাধিক উদ্যোগ নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছাও জানানো হয়েছিল দলের পক্ষ থেকে। আর বোধনের দিন দেখা গেল সেই তারকারা মিশে গেছেন সাধারণ মানুষ, ভক্তদের ভিড়ে। ঘুরছেন মণ্ডপে মণ্ডপে। দর্শন করছেন প্রতিমা।
আগেই ঘোষণা করা হয়েছিল পুজোর দিনে কলকাতা এসে পরিক্রমা করবেন কেকেআর সদস্যরা। জানা গিয়েছিল, আসবেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, ব্যাটসম্যান রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আইয়র প্রমুখ। ষষ্ঠীর দিনে দেখা গেল, ইতিমধ্যেই ২টি পুজো মণ্ডপে গেলেন তাঁরা। এমনকি কোচ কাঁধে তুলে নিলেন ঢাক। আর বাজালেনও। ভক্তদের সঙ্গে মিশে দিলেন আড্ডাও। আওয়াজ উঠল ‘এবার পুজো জোরদার, সাথে আছে কেকেআর’।