এই মুহূর্তে




কলকাতাকে জঞ্জালমুক্ত করতে whatsapp নাম্বার চালু করল পুরসভা, সাত দিনের বিশেষ ড্রাইভ শুরু




নিজস্ব প্রতিনিধি : আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে অনুযায়ী অনেকে ঠিকা সম্পত্তি দলিল নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পারছে না তাদের জন্য ক্যাম্প চালু করছি। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)এই খবর জানান।তিনি বলেন,আমরা ২ জুন থেকে একটা ফর্ম বার করছি। একমাসের জন্য ক্যাম্প চলবে। যে ফর্ম নেবে তাকে পরিচয় পত্র দিতে হবে। তাকে ফর্ম দেওয়া হবে। যে কোনো লোক জঞ্জাল শহরে পড়ে থাকলে জানালেই ব্যবস্থা নেওয়া হবে।একটা হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হচ্ছে সাত দিনের জন্য। একটা সময়সীমা রাখা হয়েছে। কলকাতাকে জঞ্জাল মুক্ত করার জন্য একটা বিশেষ নম্বর দেওয়া হচ্ছে। 3/6/2025 পর্যন্ত বিশেষ ড্রাইভ চলছে। একসপ্তাহ ব্যাপী এই কর্মসূচির মাধ্যমে ছবি পাঠালে সঙ্গে সঙ্গে জঞ্জাল পরিষ্কার করে দেবে কলকাতা পুরসভা,বলে জানান মেয়র পারিষদ জঞ্জাল অপসারণ দেবব্রত মজুমদার। মেয়র ফিরহাদ হাকিম বলেন যে, আমরা এই জায়গায়কে ব্ল্যাক স্পট বলব। দেবব্রত মজুমদারের দাবি , চার ঘণ্টার মধ্যে জঞ্জাল অপসারণ হয়ে যাবে।

মেয়র বলেন যে , একঘন্টার মধ্যে জঞ্জাল সাফ করে দেবে করে দেবে সাফাই কর্মীরা। অনেক জায়গায় অজ্ঞাত পরিচয় মানুষ নোংরা ফেলে দিচ্ছে। আবার অনেক বেসরকারি আবাসন থেকে জঞ্জাল শহরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। প্লাস্টিক দোকানদার রাস্তায় ফেলে দিচ্ছে ।ফলে জল জমে যাচ্ছে। কিছু মানুষ পানের পিক ফেলার নামে কলকাতাকে নোংরা করছেন বলে জানান মেয়র। এই কর্মসূচি নিয়ে জঞ্জাল অপসারণ করা সম্ভব হবে বলে দাবি করেন মেয়র। তিনি বলেন,২০ লক্ষ টন পলি পরিষ্কার হয়েছে শহর থেকে ইতি মধ্যে। যদি অস্বাভাবিক বৃষ্টি হয় তবে একঘন্টা বৃষ্টির জল শহরে জমবে। আর যদি স্বাভাবিক বৃষ্টি হয় তবে শহরে জল জমবে না। খিদিরপুরে আর জল জমবে না। আমরা ঋষিকেশ পার্কে পাম্পিং স্টেশন করছি। সেটা হলে ঠানঠনিয়ার জল খুব শীঘ্রই বেরিয়ে যাব। KEIP কাজ 31 জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে। ৩১জুলাইয়ের পরে আমরা ১ অগাস্ট বেরোব। আর যদি কাজ অসম্পূর্ণ থাকে আমি সাসপেন্ড করব বলে জানিয়ে দেন মেয়র। আশা করি কলকাতায় জল জমবে না। আমরা তো কেন্দ্রীয় সরকারের মত হাই টেক এর কথা বলি না। সীমান্ত দেশ নেপাল থেকে সিঙ্গেল ইউস প্লাস্টিক আসছে।

আবার অন্য রাজ্যের থেকে ও প্লাস্টিক আসছে। ক্যানিং স্ট্রিটে(Caning Street) বিক্রি হত। আমরা সেটা বন্ধ করে দিয়েছি। পুলিশের সাহায্য নিয়ে পলিউশন কন্ট্রোল পক্ষ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।চরিয়াল খাল ছাড়া সব খাল পরিষ্কার করে দিয়েছি বলে জানান মেয়র। আর কিছু খাল বাকি আছে যেটা খুব শীঘ্রই হয়ে যাবে। আমাদের মেয়র পারিষদ তারক সিংহ ভালো কাজ করছে। আর কিছু কাজ হয়ে গেলে তারক সিংকে আমরা পুরস্কার দেব বলে জানান মেয়র। হকার নিয়ে অনেক কাজ হয়েছে। আমরা অনেক রাস্তায় টিন শেড করে দিচ্ছি। যাতে প্লাস্টিক থাকলে আগুন লেগে যেতে পারে। আগে যেমন ছিল যে সূর্যের কিরন দেখা যেতে না। এখন অনেক ভালো পরিস্থিতি হয়েছে। আমরা একটা এস ও পি করে দিয়েছি ।রাজ্য সরকার অনুমোদন দিয়ে দিলে সেটা কার্যকর করা হবে।

100% কেউ দাবি করতে পারবে না যে দুর্ঘটনা হবে না। কোনো না কোনো ভুলের কারণে দুর্ঘটনা হয়। আপনি এস ও পি না মানতে পারেন। মানুষ সচেতন না হলে এস ও পি কি কাজ করবে। মানুষ কে সচেতন রাখতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করছি। কিন্তু ঋতুরাজ হোটেল মালিকরা আগে পালিয়ে গেলেন । তারা যদি মানুষ কে জানিয়ে দিতেন যে আগুন লেগেছে বেরিয়ে আসুন। তাহলে মানুষ মারা যেত না। শহরের রুফ টাওয়ার মালিকদের সঙ্গে বুধবার একটি বৈঠক হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ইয়েলো ম্যাজিক’-এ লুকিয়ে ফাঁদ? সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা

কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

২১ জুলাইয়ের প্রোমো প্রকাশ করল তৃণমূল, মমতার সঙ্গে রয়েছে অভিষেকেরও ছবি

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬’টি জেলায় ঝড় বৃষ্টি, মঙ্গল থেকে শুরু দুর্যোগ

অমিত মালব্যকে ভুয়ো খবর ছড়ানোর অপরাধে শোকজ নোটিশ পাঠাল শিশু অধিকার সুরক্ষা কমিশন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ