-273ºc,
Sunday, 4th June, 2023 10:26 am
নিজস্ব প্রতিনিধি: এবার মুখ (face) দেখালেই কলকাতা বিমানবন্দরে (Kolkata airport) প্রবেশের (check-in) ছাড়পত্র মিলবে। কলকাতা বিমানবন্দরে চালু হয়ে গেল মুখ শনাক্তকরণ প্রক্রিয়া বা ফেসিয়াল রেকগনাইজেশন বেসড বোর্ডিং সিস্টেম (facial recognition technology)।
এর ফলে ডিজিটাল হয়ে গেল কলকাতা বিমানবন্দর থেকে যাত্রার প্রক্রিয়া (Digital Yatra In Kolkata Airport)। কলকাতা বিমানবন্দরকে আধুনিকভাবে নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলতে এই নয়া সিস্টেম চালু হল। এর ফলে একদিকে যেমন নিরাপত্তা সুনিশ্চিত হবে, তেমনি জঙ্গি কার্যকলাপ এবং ছদ্মবেশে অঘটন ঘটানোর বিষয়টি রোখা সম্ভব হবে।
কলকাতা বিমানবন্দরকে(Kolkata Airport) নিরাপত্তায় আধুনিকভাবে মুড়ে ফেলতে ইতিমধ্যেই সেখানে একাধিক নয়া ব্যবস্থা চালু করা হয়েছে এবার তার সঙ্গে সংযোজন হলো ফেসিয়াল রেকগনাইজেশন বেসড বোর্ডিং সিস্টেম । শনিবার এই নয়া ব্যবস্থার শুভ সূচনা করা হয়।