28ºc, Haze
Friday, 24th March, 2023 8:56 pm
নিজস্ব প্রতিনিধি: রাজ্য প্রশাসনের অন্দরে উর্দিধারী Sub Inspector বা দারোগাদেরই বলা হয় পুলিশ বাহিনীর মূল চালিকাশক্তি। অথচ খাস কলকাতার বুকে গত ১০ বছর ধরে Kolkata Police’র বিভিন্ন থানায় SI বা Sub Inspector কিংবা পাতি বাংলায় দারোগা পদে নিয়োগ বন্ধ ছিল। ফলে থানা থেকে গোয়েন্দা বিভাগ বেশ অসুবিধার মধ্যেই চলছিল। সাইবার, এসসি-এসটি, দেশদ্রোহিতা, দুর্নীতি দমন আইনের মতো গুটিকয়েক মামলা বাদে প্রায় সব ক্ষেত্রেই SI’রা তদন্তকারী অফিসার হিসেবে কাজ করেন। এবার সেই শূন্যস্থান পূরণ করতেই Kolkata Police’র ১৭০ জন ASI বা Assistant Sub Inspector-কে SI বা দারোগা পদে প্রোমোশন দিল কলকাতা পুলিশ কর্তৃপক্ষ। এরমধ্যে ১২ জন আবার মহিলা।
আরও পড়ুন একা নয় Adeno, বঙ্গে হামলার দোসর আরও ৮ Virus
Kolkata Police’র সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ৩০৬ জনকে সরাসরি SI পদে নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। সেই নিয়োগের কাজ শুরু হয়েছে। তবে লিখিত পরীক্ষা, ট্রেনিং, হাতে-কলমে কাজ শেষে এই ৩০৬ জন নতুন অফিসারকে হাতে পেতে ২০২৫ সাল গড়িয়ে যাবে। তার আগে কীভাবে কাজ চলবে সেটা ভেবেই গত ১০ মার্চ লালবাজারে Kolkata Police’র প্রোমোশন সংক্রান্ত বোর্ড বৈঠকে বসে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, Kolkata Police’র ১৭০ জন ASI বা Assistant Sub Inspector-কে SI বা দারোগা পদে Promotion দেওয়া হবে। সেই মতোই বিজ্ঞপ্তি বার হয়েছে। সদ্য সদ্য প্রোমোশন পাওয়া এই SI-দের থানা, গোয়েন্দা বিভাগ সহ বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে।
আরও পড়ুন Group-C শিক্ষাকর্মীর শূন্যপদে ১০০জনের Counciling ২৩ মার্চ
একই সঙ্গে জানা গিয়েছে, ১০ মার্চের ওই বোর্ড মিটিংয়ে ৪১ জন মহিলা ASI হাজির হয়েছিলেন SI পদে Promotion নেওয়ার জন্য। তবে তাঁদের মধ্যে মাত্র ১২জনের কপালে শিকে ছিঁড়েছে। তেমনই বাকি ১৫৮টি SI পদের জন্য ১৮৮ জন Assistant Sub Inspector উপস্থিত হয়েছিলেন। ঘটনাচক্রে সেদিন বোর্ড ২জন Assistant Sub Inspector-কে ‘আনফিট’ বলে ঘোষণা করে।