এই মুহূর্তে




‘নিজেরা শিক্ষক, ভুলছেন কেন?’, চাকরিহারাদের প্রশ্ন হাইকোর্টের

courtesy google




নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বিকাশ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করছেন চাকরিহারা শিক্ষকরা। বিকাশ ভবনের সামনে তাণ্ডব চালানোর অভিযোগে শিক্ষকদের তলব করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। এই তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন ২ শিক্ষক। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই বিচারপতি জানিয়েছেন, তাঁরা শিক্ষক। বিষয়টি ভুলে যাচ্ছেন কেন?হাইকোর্টে যে ২ শিক্ষক মামলা করেছিলেন, তাঁদের থানায় হাজির দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আদালত জানিয়েছে, বৃহস্পতিবার সকালেই ২ শিক্ষককে থানায় হাজিরা দিতে হবে। তবে সরকারের আশ্বাসে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে জানানো হয়েছে। বুধবারের শুনানিতে আদালত জানিয়েছে, একসঙ্গে ৫০ থেকে ১০০ জন বিক্ষোভ দেখাতে পারেন। কিন্তু তার বেশি কখনও নয়। শান্তিপূর্ণভাবে আন্দোলনে বাধা দেবে না আদালত। কিন্তু অন্য কারো সমস্যা সৃষ্টি করে আন্দোলন করা যাবে না।

রাজ্যের কথা তুলে আদালত জানিয়েছে, কোর্ট যেমন শিক্ষকদের প্রতি মানবিক, তেমন সরকারও তাঁদের প্রতি মানবিক। চাকরিহারাদের হতাশা রয়েছে। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্দোলন করা যাবে না। তা স্পষ্ট করে দিয়েছেন তাঁরা। বিচারপতি মৌখিক নির্দেশ দিয়ে বলেছেন, বৃহস্পতিবার পর্যন্ত কোনও কঠোর ব্যবস্থা নিতে পারবে না পুলিশ।

এদিন মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী বলেছেন, বিকাশ ভবনের সামনে থেকে সরে মেলা গ্রাউন্ডে বসুন চাকরিহারা শিক্ষকরা। সেখানে শুধু শিক্ষকরাই বসতে পারবেন। বাইরের লোক থাকতে পারবেন না। রাজনৈতিক দলের কেউ থাকতে পারবেন না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের মৃত্যুতে আর্থিক অনটন মূল কারণ অনুমান পুলিশের

বাগুইআটিতে ভুয়ো কল সেন্টারে পুলিশের হানা, গ্রেফতার ৬, উদ্ধার মোবাইল ফোন, ল্যাপটপ

কসবার রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার, ব্যাপক শোরগোল

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

OBC-র বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ