-273ºc,
Friday, 2nd June, 2023 8:32 pm
নিজস্ব প্রতিনিধি: করোনা কাঁটা ধীরে ধীরে সরছে রাজ্য থেকে। তাই স্বাভাবিক হচ্ছে সমস্ত পরিষেবা। স্বাভাবিক ভাবেই নাগরিক পরিষেবায় আরও জোর দিতে বেশি সংখ্যক মেট্রো নামানো হচ্ছে। রবিবার যেখানে খুব কম মেট্রো চলত সেই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে বলেই জানা গিয়েছে। যাত্রীদের সুবিধার্থে আগামী রবিবার থেকে আরও আটটি ট্রেন যোগ করা হচ্ছে। এর আগে রবিবারগুলিতে সর্বমোট ১২০টি ট্রেন যাতায়াত করত। ৬ মার্চ থেকে তা বাড়িয়ে করা হচ্ছে ১২৮টি। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে চলবে মোট ১২৪টি ট্রেন। বাকি চারটির শেষ গন্তব্য হবে দমদম স্টেশন।
শুধুই মেট্রোর সংখ্যা বৃদ্ধি নয় রবিবারে মেট্রোর সময় সূচিতেও বদল আনা হয়েছে। আগামী ৬ মার্চ থেকে প্রতি রবিবার কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯টায়। পাশাপাশি, রবিবারে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরমুখী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়। রবিবারের রাতগুলিতে সাড়ে দশটা পর্যন্ত চালু থাকবে মেট্রো পরিষেবা।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, অবশ্যই সকল যাত্রীদের করোনা বিধি মানতে হবে। মাস্ক পরতে হবে ও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।