এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিকল জলসত্র সরাচ্ছে পুরসভা, সচলের রক্ষণাবেক্ষণে জোর

নিজস্ব প্রতিনিধি: জলসত্র নিয়ে আরও একবার উদ্যোগী হল কলকাতা পুরসভা। মেয়র (Mayor) ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিকল জলসত্র গুলি সরিয়ে ফেলা হবে। সচল জলসত্র রক্ষণাবেক্ষণে দেওয়া হবে জোর। এবাদেও জলসত্রে বিজ্ঞাপণ দেওয়ার বিষয়েও নেওয়া হয়েছে সিদ্ধান্ত। খোঁজ নেওয়া হচ্ছে শহরের কোথায় কত জলসত্র কী অবস্থায় রয়েছে, তার। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation)  মাসিক অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ধুঁকতে থাকা জলসত্র গুলি সরিয়ে ফেলা হবে দ্রুত। পুরসভার এক কাউন্সিলরের (Councilor)  প্রস্তাবের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। তিনি ৮৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুর কর্তৃপক্ষের সিদ্ধান্ত, পুরসভার অনুমতি নিয়ে তবেই বসানো যাবে জলসত্র। সহজে বিজ্ঞাপণ দেওয়া যাবে না, বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধিবেশনে কাউন্সিলর পারমিতা চট্টোপাধ্যায় বলেন, তাঁর ওয়ার্ডে বেশিরভাগ জলসত্রে পাওয়া যায় না ঠাণ্ডা জল। কোনও কোনও জলসত্রের দরজা ভাঙা। তিনি বলেন, বেশির ভাগ জলসত্রের সংস্কার ও সংরক্ষণ হয় না। নেই সুরক্ষা। সেখানেই মেয়র বলেন, বিকল জলসত্র সরিয়ে ফেলা হবে। খতিয়ে দেখা হবে, যে গুলি সচল তার রক্ষণাবেক্ষণ হয় কি না। বৈঠকে উপস্থিত ছিলেন পুর চেয়ারম্যান মালা রায়। তাঁর সঙ্গে পরামর্শ করে মেয়র ফিরহাদ হাকিম দায়িত্ব দেন মেয়র পারিষদ (বিজ্ঞাপণ) দেবাশিষ কুমারকে। তিনি লক্ষ্য করবেন শহরের কোথায় কত জলসত্র কী অবস্থায় রয়েছে।

ওই বৈঠকেই মেয়র বলেন, জলসত্রের সামনে বিজ্ঞাপণ দেয় একাধিক বেসরকারি সংস্থা। অথচ হয় না রক্ষণাবেক্ষণ। জল পরিশোধন না হাওয়া মানে তা বিষ। তিনি আরও বলেন। পরিস্থিতি খারাপ এরকম জলসত্র থেকে মুছে দেওয়া হবে বেসরকারি সংস্থার নাম। বিজ্ঞাপণ সেই সংস্থাই দিতে পারবে, যেই সংস্থা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে। বলেন, জলসত্র বসানোর আগে পুরসভার অনুমতি নিতে হবে। তিনি জানান, ৩ নম্বর বরোয় পুরসভার অনুমতি ছাড়া জলসত্র বসানোর জন্য সেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কুণাল ট্যুইটে বিদ্ধ মিঠুন সহ রাজ্যপাল

ভোটদানেও এগিয়ে বাংলা, উচ্ছ্বসিত তৃণমূল, চিন্তায় গেরুয়া

উচ্চ মাধ্যমিকে ক্লাস শুরু কবে থেকে, জানাল শিক্ষা সংসদ

ভোটের আগে বিধায়কের পদে ইস্তফা রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর

গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের ‘সামার কিট’ বিলি বিধাননগর পুলিশ কমিশনারের

অসুস্থ মুকুল রায়, তড়িঘড়ি ভর্তি করানো হল বেসরকারি হাসপাতালে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর