এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নির্দল প্রার্থী হওয়ায় কড়া শাস্তির মুখে তনিমা ও সচ্চিদানন্দ

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল থেকে বহিস্কৃত হচ্ছেন প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। দুই বিক্ষুদ্ধ তৃণমূল প্রার্থীকে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে শীর্ষ নেতৃত্ব। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন, দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবাশিস কুমার।

গত শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, দলের বিরুদ্ধে যারা প্রার্থী হয়েছেন তারা মনোনয়ন প্রত্যাহার করে নিন। নতুনদের পাশে থাকুন, ঠিক সময়ে দল আপনাদের কাজে লাগাবে। কিন্তু হুঁশিয়ারি সার, দলের লাইনের বাইরে গিয়ে নির্দল হিসেবে কলকাতা পুরভোটে প্রার্থী হয়েই রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্ট্যোপাধ্যায় ও সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। দু’জনেই লড়ছেন জোড়া পাতা চিহ্নে। গত শনিবার কলকাতা পুরভোটের প্রার্থী পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থাকলেও অনড় রয়েছেন তনিমা ও সচ্চিদানন্দ। প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দিতা চালিয়ে যাচ্ছেন দুই তৃণমূল নেতৃত্ব। কিন্তু দলের কড়া নির্দেশের পড়েও সিদ্ধান্তে বদল না আনায় সচ্চিদানন্দ ও তনিমাকে দ্রুত ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেবাশিস কুমার।

প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমাকে ৬৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হতেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বিদ্বজনেরা। রাস্তায় মিছিল ও গড়িয়াহাট চত্বর অবরুদ্ধ করে তনিমাকে তৃণমূল প্রার্থী পদে সরানোর দাবি জানানো হয়। তারপরেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে ৬৮ নম্বর ওয়ার্ডে ফের প্রার্থী করা হয়েছে বিদায়ী কো-অর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়কে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রার্থী হন তনিমা। এর সঙ্গেই তৃণমূলের তরফে টিকিট না দেওয়ায় নির্দল হিসেবে দাঁড়ায় ৭২ নম্বর ওয়ার্ডে। সেখান থেকেই নির্দল প্রার্থী হয়েছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সচ্চিদানন্দ। কিন্তু দুই বিক্ষুদ্ধ প্রার্থীই দলের লাইনের বিরুদ্ধে গিয়েছেন তাই বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। দলের পুরানো দিনের কর্মী সচ্চিদানন্দকে প্রার্থী পদ তুলে নেওয়ার জন্য বোঝান ফিরহাদ হাকিম, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার। কিন্তু বরফ গলেনি, তাই এত বড় সিদ্ধান্ত নিতে পিছপা হয় নি তৃণমূল নেতৃত্ব।

এই বিষয়ে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার জানিয়েছেন, ‘দক্ষিণ কলকাতা জেলার অধীন ৮৪টি ওয়ার্ডে যে যেখানে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের রেয়াত করবে না দল। দলীয় সংবিধান মেনে ওই সব নির্দল প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলার সব হাসপাতালে Heat Stroke Ward খোলার নির্দেশ স্বাস্থ্যভবনের

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী চন্দ্রিমা

বেঙ্গল কেমিক্যালসের সামনে ফুটপাতে উঠল গাড়ি, দুর্ঘটনায় আহত ২ শিশু সহ ১ মহিলা

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণের মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর