এই মুহূর্তে




রামনবমীর দিন ইডেনের ম্যাচের নিরাপত্তা নিয়ে মুখ খুলল কলকাতা পুলিশ




নিজস্ব প্রতিনিধি: আগামী ৬ এপ্রিল রামনবমীর দিন ইডেন গার্ডেন্সে ম্যাচের নিরাপত্তা নিয়ে নীরবতা ভাঙল কলকাতা পুলিশ। আজ শুক্রবার (২১ মার্চ) কলকাতা পুলিশের ‘ফেসবুক পেজ’-এ এক পোস্টে লেখা হয়েছে, ‘৬ এপ্রিল আইপিএল ম্যাচের সময়সূচি বদল নিয়ে কিছু বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা হচ্ছে। কলকাতা পুলিশ সব নাগরিকদের নিরাপত্তা দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।কলকাতা পুলিশ-সর্বদা আপনার সাথে।’

আগামী ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ওই ম্যাচ আয়োজন ঘিরে বিপত্তি দেখা দেয়। কেননা ওই দিন আবার রামনবমী পড়েছে। বিজেপি-সহ গেরুয়া শিবিরের তরফ থেকে শহরে একাধিক মিছি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই মিছিল ঘিরে অশান্তির সম্ভাবনা থাকছে ষোলআনা। তাই কোনও ঝুঁকি না নিয়ে কলকাতা পুলিশের তরফে সিএবিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ৬ এপ্রিল রামনবমীর দিন পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। সিএবির পক্ষ থেকে পাল্টা চিঠি লিখে কলকাতা পুলিশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। যদিও ওই চিঠির জবাবেও নিজেদের পুরনো বক্তব্যে অটল থাকে কলকাতা পুলিশ।

ওই চিঠি পাওয়ার পরেই বিসিসিআইকে গোটা বিষয়টি জানিয়ে দেয় সিএবি। ম্যাচের দিন বদল করা যায় কিনা, তা বিবেচনা করারও অনুরোধ জানানো হয়। যদিও ঠাসা ক্রীড়াসূচির কারণে ম্যাচের দিন বদল না করে ভেন্যু বদল করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।ইডেন থেকে ৬ এপ্রিলের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয় বোর্ড সচিব দেবব্রত শইকিয়ার রাজ্য অসমের গুয়াহাটিতে। আর তার পরেই সমাজমাধ্যমে বাংলার ভাবমূর্তি কলুষিত করার কাজে লিপ্ত তথাকথিত নেটা নাগরিকদের তরফে কলকাতা পুলিশকে নিশানা করে নানা পোস্ট করা হয়। সমালোচনা করা হয় মহানগরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ওই সমালোচনামূলক পোস্টের জেরেই নীরবতা ভাঙল কলকাতা পুলিশ।  




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিল্লিকে হারিয়ে শীর্ষে পৌঁছল বেঙ্গালুরু

অতি শীঘ্র ধর্মতলা থেকে শিয়ালদা রুটে ছুটবে কলকাতা মেট্রো

২৭ থেকে ২৯ এপ্রিল বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

কসবার সিপিএমের পার্টি অফিস লাল রক্তে রাঙা হল

আর্থিক দুরাবস্থাই মূল অন্তরায় স্নেহার, প্রতিযোগিতায় অংশ নিতে সাহায্যের আর্জি

নতুন করে শাস্তির কবলে হৃদয়, ৪ ম্যাচে নির্বাসিত

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর