এই মুহূর্তে




‘আজ মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল’, ট্যুইট খোঁচা কুণালের

Courtesy - Twitter and Google




নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডে(R G Kar Incident) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অনেক আগেই বলে দিয়েছেন, ‘আমাদের কিছু লুকানোর নেই। দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় সেই জন্য সমস্ত কিছু পদক্ষেপ করা হবে। অপরাধী যেই হোক, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে ফাঁসির পক্ষে নই। কিন্তু, এই ধরনের ঘটনার ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করতে ফাঁসির দাবি করব।’ মুখ্যমন্ত্রীর সেই দাবির পরেও রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে আক্রমণ চালিয়ে যাওয়া হয়েছিল। সিবিআই(CBI) তদন্তও চাওয়া হয়েছিল। আদালত তা মঞ্জুরও করে। এবার সেই সিবিআই শিয়ালদা আদালতে যে চার্জশিট(Charge Sheet) জমা দিল এদিন, সেখানে নাকি চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ে রাইকেই একমাত্র দোষী হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর সেই তথ্য সামনে আসার পরেই ট্যুইট(Tweet) করে খোঁচা দিল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।  

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই

এদিন কুণাল তাঁর ট্যুইটে লিখেছেন, ‘যারা CBI চেয়েছিলেন, আজ দেখুন, মূল ধর্ষণ ও খুনের মামলায় তারা এতদিনে শুধু সঞ্জয় রাইয়ের নামেই চার্জশিট দিল, যাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তদন্ত চলুক। ডাক্তারদের গোষ্ঠী রাজনীতির নাটক, নানা গল্প চলবে। হয়ত পরে অন্য নাম জুড়বে। কিন্তু আজ মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল।’ কার্যত সিবিআইয়ের চার্জশিট এটা পরিষ্কার করে দিয়েছে যে কলকাতা পুলিশ ভুল তদন্ত করেনি, সত্যকে বিকৃত করেনি, কোনও কিছু ধামাচাপাও দেয়নি। এই ঘটনার পরে এদিন আন্দোলনে নামা চিকিৎসক সমাজেরও কেউ কেউ মুখ খুলেছেন। যেমন চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘সিবিআই চার্জশিট যে দিয়েছে এটাই বড় আশার কথা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিশ্চয় দুষ্কৃতী চক্রের বিষয়টি খতিয়ে দেখবেন। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনা ঘটিয়েছেন, বা ঘটানোর জন্য সহায়ক ভূমিকা রেখেছিলেন, যারা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা তদন্তকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আমার আশা সিবিআই এদের সবার বিরুদ্ধে চার্জশিট দেবে।’

আরও পড়ুন, ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের কর্মসূচি, পদক্ষেপের ইঙ্গিত মনোজ বর্মার

ঘটনা হচ্ছে, আর জি কর কাণ্ডে প্রথম থেকেই আন্দোলনে নামা জুনিয়র ডাক্তাররা দাবি করে আসছেন কলকাতা পুলিশ তথ্যপ্রমাণ লোপাট করেছে। আর তা নাকি করা হয়েছে রাজ্যের শাসক দলের নির্দেশেই। কিন্তু সিবিআইয়ের চার্জশিটে এটা পরিষ্কার তথ্যপ্রমাণ লোপাটের কোনও ঘটনার সঙ্গেই জড়িত নেই কলকাতা পুলিশ। তবে তাঁরা চার্জশিটে তথ্যপ্রমাণ লোপাটের যে কথা বলেছেন সেখানে ২জনের নাম আছে। সেই ২জন হলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। শেষের জন কলকাতা পুলিশের কর্মচারী হলেও এটা বলা যায় না যে গোটা বাহিনী প্রমাণ লোপাটে জড়িত। এটাও বলা যায় না যে রাজ্যের শাসক দল প্রমাণ লোপাটের কোনও ঘটনার সঙ্গে জড়িত। চার্জশিটেও সেই ধরনের কোনও কথা বলা হয়নি। অন্তত এখনও সেইরকম কিছু সামনে আসেনি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 আরজি কর কাণ্ডের তদন্ত কত দিনে শেষ হবে? সদুত্তর দিতে পারল না সিবিআই

আরজি করে ‘গণধর্ষণ’ হয়নি, হাইকোর্টে ফের জানাল CBI

ভুয়ো কাস্ট সার্টিফিকেট কাণ্ডে নয়া মোড়, শাস্তিমূলক পদক্ষেপ নিল নবান্ন

তৃণমূলের শিক্ষক নেতার বরখাস্তের আদেশ প্রত্যাহার ডিভিশন বেঞ্চের

উপাচার্যের পদ থেকে অপসারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরানো হল ভাস্কর গুপ্তকে

খাদিম-কর্তা অপহরণ মামলায় বেকসুর খালাস আখতার হোসেন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর