এই মুহূর্তে




ভারতে সেমিকন্ডাক্টর বিপ্লবের নেতৃত্ব দিতে চলেছে কলকাতা, ট্যুইট মমতার

Courtesy - Facebook, Twitter and Google




নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্ত্রারাষ্ট্রের নিউ ইয়র্কের Global Foundries নামের বহুজাতিক সংস্থাটি সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করছে। এ বার কলকাতাতেও ওই সংস্থার একটি কারখানা তৈরির সম্ভাবনা খুলে গিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের মধ্যে হওয়া বৈঠকের জেরে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, Global Foundries’র সেই ‘সেমিকন্ডাক্টর কারখানা’র(Semiconductor Fabrication Plant) নাম হতে চলেছে GF Kolkata Power Center। যদিও এই প্রকল্পের জন্য আমেরিকার সঙ্গে গত তিন বছর ধরে কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। এমনটা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর এদিন অর্থাৎ শুক্রবার তিনি ট্যুইট করে সাফ জানিয়ে দিলেন, আগামী দিনে ভারতে যে সেমিকন্ডাক্টর বিপ্লব হতে চলেছে তার নেতৃত্ব দিতে চলেছে কলকাতাই। সেই সঙ্গে আরও এক বার মনে করিয়ে দিয়েছেন, কলকাতায় এই সম্ভাব্য বিনিয়োগের জন্য কতটা চেষ্টা করেছে রাজ্য সরকার। এ জন্য আমেরিকার সরকারের কাছে কৃতজ্ঞ থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, বাস্তু মেনে বানানো সন্দীপের বাড়ির একাংশ বেআইনি, নোটিস কলকাতা পুরনিগমের

সেমিকন্ডাক্টর হল এমন এক ধরনের বস্তু যা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তড়িদবাহী হতে পারে। মূলত বিভিন্ন ধরনের বৈদ্যুতিন যন্ত্রপাতিতে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। জাতীয় নিরাপত্তা, নতুন প্রজন্মের টেলিযোগাযোগ এবং দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে একটি অত্যাধুনিক সেন্সিং এবং যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে মোদি ও বাইডেনের মধ্যে কথা হয়েছে। সেখানেই সেমিকন্ডাক্টর তৈরির একটি নতুন কারখানা তৈরি নিয়ে সদর্থক আলোচনা হয়েছে উভয়ের। এই কারখানা তৈরির মূল উদ্দেশ্য ইনফ্রারেড, গ্যালিয়াম নাইট্রাইড এবং সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর তৈরি করা। যা ভারতের Semiconductor Mission’র সঙ্গে সাযুজ্যপূর্ণ বলে দাবি প্রধানমন্ত্রীর দফতরের। সেই সুবাদেই কলকাতার বুকে প্রায় ৬০ হাজার কোটি টাকা প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের দরজা খুলে যেতে চলেছে। আর তাই কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরির বিষয়টিকে ‘বাংলার বড় প্রাপ্তি’ হিসাবেই দেখছেন মমতা। এদিন নিজের ট্যুইটে মমতা জানিয়েছেন, ‘রাজ্যে নতুন প্রযুক্তি এবং বিনিয়োগ আনার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে নিরলস চেষ্টা করেছে, তার ফলেই আমেরিকা থেকে গুরুত্বপূর্ণ বিনিয়োগের প্রস্তাব এসেছে। এতে রাজ্যের দক্ষতা এবং ক্ষমতাই প্রকাশ পায়।’

আরও পড়ুন, প্রকাশিত হল ‘রাত্তিরের সাথী’ চালুর সরকারি বিজ্ঞপ্তি, দায়িত্বে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরা

বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য সংক্রান্ত একটি বৈঠক করেন মমতা। তার পরেই তিনি জানিয়েছিলেন, সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকা কথা বললেও তার নেপথ্যে রয়েছে রাজ্য সরকারের তিন বছরের পরিশ্রম। মমতা বলেছিলেন, ‘আমাদের Webel তিন বছর ধরে আমেরিকার সঙ্গে কাজ করছে। সেমিকন্ডাক্টর চুক্তির ঘোষণাটুকু শুধু হয়েছে প্রধানমন্ত্রীর মাধ্যমে। কিন্তু এটা আমাদের সাফল্য।’ শুক্রবারও তাঁর টুইটে সেই কথাই উঠে এল। মমতা লিখেছেন, ‘আমাদের বিশ্ববাংলা গড়ার আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। জাতীয় নিরাপত্তার জন্যও দারুণ কার্যকর হতে চলেছে এই সেমিকন্ডাক্টর কারখানা। বৃহস্পতিবার ভারত সরকার যে টুইট করেছিল, তাতে সে কথাই বলা হয়েছে। এ জন্য আমেরিকার সরকার এবং কর্পোরেট সংস্থার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। বিশ্বের মানচিত্রে আবার উল্লেখযোগ্য স্থান নিদর্শন রাখবে বাংলা।’ গতকাল মমতা এটাও জানান যে, ‘আমরা জমি তৈরি করেছি। একটা জমি ওরা দেখেও গিয়েছেন। এই প্রকল্পে আমাদের ছেলেমেয়েদের মেধা ব্যবহার করা যাবে। মেধাকে এগিয়ে নিয়ে যাবে এই প্রযুক্তি। আমাদের ছেলেমেয়েদের মেধা প্রচুর। এখানে মেধার অভাব নেই। আগামী ৫ এবং ৬ ফেব্রুয়ারি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন রয়েছে। তার আগে জানুয়ারিতে সেমিকন্ডাক্টর সংক্রান্ত অনুষ্ঠান যদি করা যায়, ইতিবাচক বার্তা যাবে। আমরা সেই চেষ্টা করছি। এটা বাংলার বড় প্রাপ্তি।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জুনিয়র চিকি‍ৎসকদের পিছনে রাজনৈতিক ইন্ধন খোলসা ধর্মতলায় ‘দ্রোহের কার্নিভালে’

রাজ্যে দুর্গাপুজোয় মদ বিক্রিতে আবগারি দফতরের আয় বেড়েছে রেকর্ড পরিমাণ

রেড রোডের কার্নিভালে জনস্রোত, ডান্ডিয়া নাচে অংশ নিলেন মমতা

লক্ষ্মী পুজোয় শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ বলে প্রচার শুরু পুলিশের

ধর্মতলায় ‘দ্রোহ কার্নিভালে’ অংশ নেওয়া জনতার গুন্ডামি, সুজিত বসুর গাড়িতে হামলা

হাসপাতাল ও স্কুলে ‘নিরাপত্তায়’ সিভিক ভলান্টিয়ার মোতায়েন নয়, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর