32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:47 pm
নিজস্ব প্রতিনিধি: সেফ ড্রাইভ সেভ লাইফ (Safe Drive Save Life) ক্যাম্পেইনের (Campaign) আওতায় এবার বিশেষ কর্মশালা করবে ট্রাফিক পুলিশ (Traffic Police)। যেখানে কীভাবে ট্রাফিক আইন ভঙ্গ হচ্ছে সে বিষয়টি চালকদের দেখানো হবে। পুলিশ সূত্রের খবর, কর্মশালায় কলকাতা শহরের ৫০টি পয়েন্টে সিসিটিভির লাইভ ফুটেজ দেখানো হবে চালকদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা ট্রাফিক পুলিশ ট্রাফিক আইনভঙ্গ এবং পথ দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়াতে শহরের বিভিন্ন রুটের অটো ড্রাইভার, অ্যাপ ক্যাব, বাস এবং বাণিজ্যিক গাড়ির চালকদের নিয়ে কর্মশালা করবে। পুলিশ সূত্রের খবর, কলকাতা শহরের ৫০টি পয়েন্টে সিসিটিভির লাইভ ফুটেজ কর্মশালায় দেখানো হবে ওই চালকদের। এর ফলে গাড়ির চালকরা বুঝতে পারবেন শহরে কীভাবে ট্রাফিক আইন ভঙ্গ হচ্ছে। শুধু তাই নয় ট্রাফিক নিয়মগুলি অনুসরণ করতে হবে কীভাবে তাও জানতে পারবেন তাঁরা। ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, এর ফলে একদিকে যেমন বাণিজ্যিক গাড়ির মালিকরা জরিমানা এড়াতে পারবেন তেমনি শহরে সাধারণ মানুষের নিরাপত্তাও বাড়বে।
কোথায় কোথায় হবে ট্রাফিক পুলিশের এই কর্মশালা? জানা গিয়েছে শহরের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি, যেখানে বাস এবং বাণিজ্যিক যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে সেই সমস্ত জায়গায় এই কর্মশালা করা হবে। পুলিশের দাবি, বহু ক্ষেত্রে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে কোনও কারণ ছাড়াই জরিমানা করা হয় বাণিজ্যিক গাড়িগুলিকে। কিন্তু সেই অভিযোগ ঠিক নয়। এই কর্মশালার মাধ্যমে চালকদের দেখানো হবে কোথায় কোথায় কীভাবে ট্রাফিক আইন ভাঙা হয়। সেই ত্রুটিগুলি তাদেরকে বোঝানো হবে।