এই মুহূর্তে




সিত্রাংয়ের প্রভাব পড়বে কলকাতায়, হবে ঝড়বৃষ্টি




নিজস্ব প্রতিনিধি: আম্ফানের পরে আরও এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের মুখে পড়তে চলেছে মহানগরী কলকাতা(Kolkata)। তবে এবারের ছবিটা আম্ফানের মতো এতটা তাণ্ডবময় হবে না। আম্ফান কলকাতার বুকে ধাক্কা মেরেছিল ১১০কিমি বেগে। ঘূর্ণিঝড় সিত্রাং(Sitrang) কিন্তু কলকাতার ওপর দিয়ে বয়ে যাবে না। তাই তার প্রত্যক্ষ প্রভাব কলকাতার ওপর পড়বে না। কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কালিপুজোর দিন সকাল থেকেই ঝড়বৃষ্টির(Rain and Storm) মুখে পড়বে কলকাতা। মাঝারি থেকে ভারী বৃষ্টির মুখে পড়তে চলেছে কলকাতা। সঙ্গে বইবে ৯০কিমি বেগে ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা জেলাতেও পড়বে এই দুর্যোগের প্রভাব। তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হতে চলেছে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) ও দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana)।

আরও পড়ুন বিপর্যয় মোকাবিলা করতে তৎপর ২০ এসডিআরএফ, ১৫ এনডিআরএফ

আন্দামান সাগরে জন্ম নেওয়া ঘূর্ণাবর্ত গত বৃহস্পতিবারই বঙ্গোপসাগরে পা রেখে নিম্নচাপের চেহারা নিয়েছে। এদিন অর্থাৎ শনিবার তা অতি গভীর নিম্নচাপ হিসাবে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে চলে আসছে। আর এদিনই সে বাঁক নিয়ে ক্রমশ এগিয়ে আসবে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। এই স্থলভূমির দিকে এগিয়ে আসার পথেই সে রূপান্তরিত হবে ঘূর্ণিঝড়ে। কালিপুজোর দিনই সেই ঘূর্ণিঝড় হাজির হবে দুই বাংলার উপকূলের কাছাকাছি। তার জেরে ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আগামিকাল থেকেই। আগামী ২৫ অক্টোবর অবধি সেই বৃষ্টিপাত চলবে। বাংলায় বৃষ্টিপাত শুরু হবে ২৪ অক্টোবর থেকে, র্থাত কালিপুজোর দিন থেকে। তার প্রভাব থাকবে ২৬ অক্টোবর অবধি।

আরও পড়ুন এগিয়ে আসছে সিত্রাং, বিপজ্জনক বাড়ি ছাড়ার নির্দেশ দিলেন ফিরহাদ

সিত্রাং ২৫ তারিখ নাগাদ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি চলে এলেও তা স্থলভাগে ঢুকে পড়তে পারবে না। সৌজন্যে উত্তর-পশ্চিম দিকে থেকে ধেয়ে আসা ঠাণ্ডা হাওয়া এবং সুন্দরবনের ওপর তৈরি হওয়া উচ্চচাপ বলয়। এর জেরে সাগরের বুকে দাঁড়িয়ে থেকেই কার্যত তাণ্ড চালাবে সিত্রাং যার প্রভাব সব থেকে বেশি পড়তে চলেছে দুই বাংলার সুন্দরবন লাগোয়া জেলাগুলিতে। কালিপুজোর দিন রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার। সর্বোচ্চ সেই বেগ ঘন্টায় ৬৫ কিমি বেগেও উঠতে পারে। কালিপুজোর পরের দিন সেই হাওয়ার বেগ ঘন্টায় ৯০ থেকে ১০০কিমি বেগে বইবে দুই উপকূলবর্তী জেলায়। হাওয়ার সর্বোচ্চ বেগ সেদিন ঘন্টায় ১১০কিমি বেগ ছুঁয়ে ফেলতে পারে। কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় এই বেগেই সেদিন ঝড় বয়ে যাবে তা কিছুটা হলেও আম্ফানের স্মৃতি মনে করিয়ে দেবে।

আরও পড়ুন ৯০ কিলোমিটার বেগে বইতে পারে সিত্রাং, খোলা হচ্ছে কন্ট্রোলরুম

২৪ তারিখ থেকেই দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে। কালিপুজোর দিন অর্থাৎ ২৫ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরের দিন সেই বৃষ্টির পরিমাণ বাড়বে। কার্যত দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে সেদিন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খাদিম-কর্তা অপহরণ মামলায় বেকসুর খালাস আখতার হোসেন

বদলে যাওয়া বাংলার গল্প শোনাতে লন্ডন থেকে অক্সফোর্ডের পথে মমতা

প্রশাসনের কাছে পাকা বাড়ির দাবি জানালেন ঘরছাড়ারা, হাওড়ার আবর্জনা এবার ধাপায়

কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাঁথির কৃষি উন্নয়ন ব্যাঙ্কে ভোটের আর্জি,আবেদনে সাড়া দিল না উচ্চ আদালত

পাইকারি বাজারে হানা, কলকাতায় উদ্ধার ২০ লক্ষের জাল ওষুধ

বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন, বড় ইঙ্গিত দিলীপ ঘোষের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর