এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

WEB Ad_Valentine



রোদ-বৃষ্টির লুকোচুরি চলবে কলকাতায়! ভাসবে উত্তরবঙ্গ



নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ আগেই বিদায় নিয়েছিল বাংলা থেকে। কিন্তু তার রেশ রয়ে গিয়েছে বাংলার বুকে। এদিনও কলকাতার বুকে সকাল থেকেই চলছে রোদ-মেঘের যুগলবন্দী। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে এই মেঘের হাত ধরেই দুপুরের পরেই শহরে নামতে পারে বৃষ্টি। শুক্রবার কলকাতা সহ সংলগ্ন এলাকা মেঘলা থাকার পাশাপাশি দু’ এক পশলা বৃষ্টির মুখও দেখতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। এদিন সকালেই অবশ্য নিম্নচাপের ঘন কালো মেঘ সরিয়ে উঁকি দিয়েছে শরতের আকাশ। তবুও সকাল থেকে রোদ আর মেঘের খেলা চলছে শহরজুড়ে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি ছুঁতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে এদিন থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির মুখে পড়তে পারে উত্তরবঙ্গ।

বৃহস্পতিবার শহর কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। সকাল সাড়ে ছ’টা অবধি ৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে এদিন থেকে উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তাঁর জেরে আলিপুর আবহাওয়া দফতর মালদা, ও দুই দিনাজপুর জেলায় হলুদ সতর্কতা জারি করে দিয়েছে ইতিমধ্যেই। ওই তিন জেলায় এদিন ৭ থেকে ২০ সেন্টিমিটার ঘনত্বের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সেই বৃষ্টি আরও বাড়বে। আর সেই কারণেই ওই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কার্যত মালদা ও দুই দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই ক’দিন। আর তাঁর হাত ধরে ওই ৩ জেলাতেই বন্যার একটা সম্ভাবনা থাকছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে এদিন স্পষ্ট ভাবে জানানো হয়েছে, শুক্রবার দক্ষিনবঙ্গে বৃষ্টি কমলেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, দুই দিনাজপুর জেলায়। ঝাড়খণ্ড ও বিহারের উপরে সুস্পষ্ট নিম্নচাপটি এদিন অবস্থান করছে। এদিনই সেটি শক্তি হারিয়ে ফের ঘূর্ণাবর্তে পরিণত হবে। কিন্তু আবহাওয়াবিদরা এটাও জানিয়েছেন, ঘূর্ণাবর্তে পরিণত হয়েই সে মিলিয়ে যাবে না। বরঞ্চ তা গতিপথ বদলে হাজিওর হবে উত্তরবঙ্গে। আর তার জেরেই এদিন থেকে রবিবার অঝোর ধারায় ভিজতে চলেছে উত্তরবঙ্গ। তবে রবিবার বিকেল থেকে সেখানেও কমবে বৃষ্টির দাপট। রবিবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিস সূত্রে।



Published by:

Koushik Dey Sarkar

Share Link:

More Releted News:

পুরসভাতে হাতাহাতির ঘটনায় দুই কাউন্সিলর শোকজের জবাব দিলেন

সেরা পুজো বাছাইয়ের ভার দর্শকদের হাতে ছাড়ছে কলকাতা পুরসভা

দিল্লি থেকে কলকাতায় ফিরলেন অভিষেক, রক্ষাকবচ নিয়ে প্রতিক্রিয়া দিলেন না

কলেজ স্ট্রিটে বর্ণপরিচয় মার্কেট ও মেডিকেল কলেজে হানা

একই দিনে ডেঙ্গু প্রাণ কাড়ল মোট চারজনের

হাওড়ার মাছ বাজারে বাংলাদেশের ইলিশের বেচাকেনা শুরু

Advertisement

এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর