23ºc, Haze
Thursday, 23rd March, 2023 5:03 am
নিজস্ব প্রতিনিধি: আনিস খান(Anis Khan) খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল জেলা জজ ও আনিসের পরিবারের সদস্যদের তরফে কারোর উপস্থিতিতে কবর থেকে দেহ তুলে তা দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত(Postmortem) করতে হবে। সেই নির্দেশ মেনেই সোমবার সকালে আনিস খানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিটের(SIT) সদস্যরা। আনিসের পরিবারের তরফেও দেহ তোলার জন্য সন্মতি দিয়ে দেওয়া হয়। কিন্তু দেহ তোলার মুহুর্তে আপত্তি জানান আনিসের পরিবারের আইনজীবী। তাঁর দাবি, হাইকোর্টের নির্দেশ জেলা জজের উপস্থিতিতে দেহ তুলতে হবে। কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(Executive Magistrate) সেখানে উপস্থিত থাকলেও ছিলেন না জেলা জজ। আর সেই কারণ দেখিয়ে দেহ তোলা আটকে দিয়েছিলেন আনিসের পরিবারের আইনজীবী। তাঁর দাবি ছিল, জেলা জজ না এলে দেহ তুলতে দেওয়া হবে না। ফলে এই দাবির মুখে থমকে দাঁড়ায় আনিসের দেহ তোলার প্রক্রিয়া। যদিও বেলা ১২টা নাগাদ জেলা জজ এলে দেহ নির্বিঘ্নেই তোলা হয়।
গত শনিবার ভোরেও পুলিশ গিয়েছিল আনিসের গ্রামে। উদ্দেশ্য ছিল দেহ কবর থেকে তুলে তা ময়নাতদন্ত করার। কিন্তু সেই সময় সিটের সদস্য ও জেলা জজের উপস্থিতি না থাকায় দেহ তোলার ক্ষেত্রে সন্মতি দেয়নি আনিসের পরিবার। তার জেরে রবিবারই সিটের তরফে জানিয়ে দেওয়া হয়, সোমবার সকালে সিটের সদস্যদের উপস্থিতিতে দেহ তোলা হবে। সেই মতন এদিন সিটের সদস্যরা সকালেই আনিসের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল কবর থেকে আনিসের দেহ তুলে তা দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো। কিন্তু আনিসের পরিবারের আইনজীবী একদম শেষ মুহুর্তে জানিয়ে দেন হাইকোর্টের নির্দেশে জেলা জজ উপস্থিত না হলে তাঁরা দেহ তোলার অনুমতি দেওয়া হবে না। যদিও সেখানে রয়েছেন সিটের সদস্যরা, আনিসের দাদা সালেম খান, মেডিকেল টিম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সিটের তরফে অবশু বলা হয় জেলা জজ দেহ তোলার সময় উপস্থিত না থাকলেও ময়নাতদন্তের সময়ে জেলা জজ উপস্থিত থাকবেন। কিন্তু সেই দাবি মানতে রাজী নন আনিসের পরিবারের আইনজীবী। পরে অবশ্য জেলা জজের উপস্থিতিতে তোলা হয় আনিসের দেহ।