এই মুহূর্তে

লড়াই দিচ্ছে বামেরা, ভ্যানিশ বিজেপি

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে দিনের শুরুতেই বোঝা যায় দিনটা সারাদিন কেমন কাটবে। বুধবার সকালে বাংলার(Bengal) ১০৮টি পুরসভার ভোটগণনার কাজ শুরু হতেই কার্যত বাংলাজুড়ে সবুজ ঝড় উঠেছে। আর সেই ছবিতাই বলে দিচ্ছে এদিন দিনভর সবুজ সুনামিতেই ভাসবে মমতার বাংলা। একই সঙ্গে এটাও বোঝা যাচ্ছে বাংলা থেকে ক্রমশ ভ্যানিশ হয়ে যাচ্ছে বিজেপি(BJP)। প্রান্তিক থেকে অতি প্রন্তিকতার পথে হাঁটা দিয়েছে তাঁরা। তুলনায় কিছুটা হলেও জমি ফিরে পাচ্ছে বামেরা। আর তাই তাঁরাই কার্যত থেকে যাচ্ছে বাংলার রাজনীতির রঙ্গমঞ্চে। অথচ এউ বামেরাই একুশের বিধানসভা নির্বাচনে বাংলার বিধানসভা থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। স্বাধীনতার পরে এই প্রথম বাংলার বিধানসভা বাম(Left) শূন্য হয়ে গিয়েছে। আবার এটাও সত্যি একুশের বিধানসভা নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হয়ে রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছিল বিজেপি। কিন্তু সেই নির্বাচনের ১ বছর পূর্ণ হওয়ার আগেই বাংলা থেকে কার্যত ভ্যানিশ হয়ে গিয়েছে বিজেপি।

কার্যত ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকেই বোঝা যাচ্ছিল বাম ভোট রামের ঝুলিতে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সেটা আরও স্পষ্ট হয়। ৩৩টি বিধানসভা কেন্দ্রে সেবার দ্বিতীয় হয়েছিল বিজেপি। ২০১৯ সালের নির্বাচনে তো রাজ্যের শাসক দলকে কার্যত বড়সড় ধাক্কা দেয় বিজেপি। বামেদের চূড়ান্ত রকমের কোনঠাসা করে বিজেপি সেবার ১৮টি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয় বিজেপি। সেই সময় থেকেই বাংলার ক্ষমতা দখলের জন্য ঝাঁপিয়ে পড়া শুরু করে মোদি-অমিত জুটি। কার্যত সর্বশক্তি দিয়ে তাঁরা বাংলার বুকে ঝাঁপিয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে, তৃণমূলকে পরাস্ত করতে। কিন্তু বাংলার মানুষ তাঁদের সেই জয়ের মুখ দেখতে দেয়নি। বিজেপি সেই নির্বাচনে ২০০’র বেশি আসনের দখলের ডাক দিলেও বাংলার মানুষ তাঁদের দৌড় ১০০’র অনেক আগেই থামিয়ে দেয়। কার্যত সেই নির্বাচনেই যেন বাংলার বুকে বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছিল। এরপর সময় যত গড়িয়েছে, যত ভোট হচ্ছে প্রতিটিতেই তৃণমূল যেমন দাপট দেখাচ্ছে, তেমনিই ক্রমশ জমি হারাচ্ছে বিজেপি। একই সঙ্গে বিরোধী পরিসরে ক্রমশ ফিরে আসছে বামেরা।

১০৮ পুরনির্বাচনের প্রাথমিক ট্রেন্ডও কিন্তু দেখিয়ে দিচ্ছে বামেরা সন্মিলিত ভাবে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসছে। তা সে ভোট প্রাপ্তির শতাংশের হার হোক কী আসন প্রাপ্তির হার হোক। কার্যত এটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপির সাংগঠনিক দুর্বলতা, দলের গোষ্ঠীকোন্দল, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, অগণতান্ত্রিক মনোভাব বাংলার বুকে বিজেপির সলিল সমাধি ঘটিয়ে দিচ্ছে। বামেরা যখন দেখাচ্ছে, ফিরে আসা যায় এভাবেও, তখন বিজেপি ক্রমশ হারিয়ে যাচ্ছে বাংলার রাজনীতির রঙ্গমঞ্চ থেকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্বপনে জেরবার বিজেপি, বারাসত হয়ে যাচ্ছে আসানসোল

রাজ্যের চাহিদা অনুযায়ীই কেরোসিন বরাদ্দ করবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের

‘বাংলাবিদ্বেষী বিজেপি বাংলার সংস্কৃতিকে উপহাস করছে’, তৃণমূলের আক্রমণে অস্বস্তিতে বিজেপি

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর