এই মুহূর্তে




৫০ দিনের মধ্যে বিচার করে দোষীর শাস্তি হোক, আবারও ট্যুইট সাওয়াল অভিষেকের

Courtesy - Facebook




নিজস্ব প্রতিনিধি: এই নিয়ে দ্বিতীয়বার। দেশে ধর্ষণ রুখতে(To Stop Rape) কঠোরতম আইনের পক্ষে আবারও সওয়াল করলেন বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এর আগেও তিনি গত ২২ অগস্ট ট্যুইট(Tweet) করে এই দাবিই প্রথমবারের জন্য তুলেছিলেন। এদিন সেদিনের কথাই ফের মনে করিয়ে দিলেন। কেননা এদিন তাঁর দল রাজ্য বিধানসভায় ধর্ষণ-বিরোধী বিল পেশ করেছে। লক্ষ্য করলে দেখা যাবে বিল(Anti Rape Bill) নিয়ে আলোচনার সময়েই অভিষেক নিজের মতামত ট্যুইট করে তুলে ধরেছেন। এদিনের ট্যুইটেও অভিষেক কেন্দ্র সরকারকে দ্রুত ও কার্যকরী বিল আনার দাবি জানিয়েছেন। 

আরও পড়ুন, ‘প্রধানমন্ত্রী দেশের লজ্জা’, রাজ্য বিধানসভায় সোচ্চার মমতা

এদিন অভিষেক তাঁর ট্যুইটে লেখেন, ‘প্রতি ১৫ মিনিট অন্তর ধর্ষণের মতো নারকীয় ঘটনা ঘটছে। এই পরিসংখ্যানই সময় বেঁধে ধর্ষণ-বিরোধী আইন কার্যকর করার দাবি আরও জোরদার করছে। ধর্ষণ-বিরোধী আইন কার্যকর করার বিষয়ে বাংলা পথ দেখাচ্ছে। এবার ধর্ষণ রুখতে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই কঠোর এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ করতে হবে। সংসদে আসন্ন অধিবেশনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন সংশোধনের মাধ্যমে ন্যায়বিচার দ্রুত করতে হবে। ৫০ দিনের মধ্যে বিচার করে দোষীর শাস্তি বিধান করার ব্যবস্থা করতে হবে।’

আরও পড়ুন, ‘সিবিআইয়ের কাছে বিচার চাই’, আর জি কর কাণ্ডে সরব মুখ্যমন্ত্রী

আর জি কর-কাণ্ডের আবহে ধর্ষণ, মহিলা নির্যাতন রুখতে কড়া আইন আনার দাবি উঠেছে। তৃণমূলের তরফে প্রথম থেকেই ওই দাবি জানানো হয়। সমাজমাধ্যমে গত ২২ অগস্ট অভিষেক লেখেন, ‘‘এমন কঠোর ধর্ষণ-বিরোধী আইন আনতে হবে, যা ঘটনার ৫০ দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে।’ মঙ্গলবার সেই একই কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন অভিষেক। ধর্ষণ-বিরোধী আইন নিয়ে শুধু সমাজমাধ্যমে নয়, মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকেও একই দাবি জানান। সেদিন তিনি জানিয়েছিলেন, ‘রাতারাতি নোট বাতিল হতে পারে, লকডাউন করতে পারে, তা হলে ধর্ষণ-বিরোধী আইন আসে না কেন? যাঁরা এই নারকীয় বর্বর ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের সমাজে থাকার অধিকার নেই।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জুনিয়র চিকিৎসকদের ‘শর্ত’ না চাপিয়ে খোলা মনে আলোচনার ডাক মুখ্যসচিবের

ভিড় সামাল দিতে সময়সূচি বদল হাওড়া ময়দান- এসপ্ল্যানেড মেট্রোর

নিরাপত্তার স্বার্থে সন্দীপকে সরানো হল অন্য সেলে

আলোচনার জন্য জুনিয়র চিকিৎসকদের নবান্নে ডাকলেন মুখ্যসচিব

আলোচনায় বসতে প্রস্তুত, একাধিক শর্ত দিলেন জুনিয়র চিকিৎসকেরা

টানা ২০ মিনিট হাওড়ায় দাঁড়িয়ে মেট্রো, বিপাকে যাত্রীরা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর