নিজস্ব প্রতিনিধি: রাজ্য়ের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়, মানস ভুঁইয়ার পর এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রকে তলব করল সিবিআই। চিটফাণ্ড মামলায় তাঁকে ডাকা হয়েছে। সূত্রের খবর, শুধু কামারহাটির তৃণমূল বিধায়ক নয়, তাঁর ছেলে স্বরূপ মিত্রকেও তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অর্থলগ্নী সংস্থা আইকোর সংক্রান্ত মামলায় দুজনকে তলব করা হয়েছে বলেই সিবিআই সূত্রে জানানো হয়েছে।
জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবারই মদন মিত্রকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে। আর মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে ডাকা হয়েছে মঙ্গলবার। তবে মদন মিত্রের দাবি, তিনি কোনও নোটিস পাননি। এমনকি ই-মেল চেক করে উঠতে পারেননি। তাই এই ব্য়াপারে কিছু জানেন না। তবে সিবিআই-কে সবধরণের সহযোগিতা তিনি করবেন বলেই জানিয়ে দিয়েছেন কামারহাটির বিধায়ক।
উল্লেখ্য, এর আগে রাজ্য়ের শিল্পমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়কে তলব করা হয়েছিল আইকোর মামলায়। তিনি ভোটের কাজে ব্য়স্ত থাকায় যেতে পারবেন না বলে জানিয়েছিলেন সিবিআইকে। কিন্তু আচমকাই সিবিআই তদন্তকারীরা হাজির হয়ে গিয়েছিলেন শিল্পভবনে পার্থ চট্টোপাধ্য়ায়ের দফতরে। সেখানেই কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা গিয়েছিল। পরে একইভাবে সেচমন্ত্রী মানস ভুঁইয়াকেও খাদ্যভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই তদন্তকারীরা। এবার আরেক তৃণমূল বিধায়ককেও ডাকা হয়েছে। এখন দেখার মদন মিত্র সিজিও কমপ্লেক্সে যান কিনা।