নিজস্ব প্রতিনিধি: গায়ে কালো টি-শার্ট, চোখে কালো সানগ্লাস, সঙ্গে রয়্যাল এনফিল্ডের লাল-কালো বাইক। শনিবার বারবেলায় এই বেশেই দেখা গেল ভবানীপুরে ‘কালারফুল বয়’ মদন মিত্রকে। এসেছিলেন ছোটদের আয়োজিত একটি খাদ্য মেলায়। কিন্তু ছোটদের পাশাপাশি বড়রাও তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন। কথাকথিত প্রচারে না বেরিয়েও ভবানীপুরে উপনির্বাচনের আগে এভাবেই জনসংযোগ সেরে ফেললেন কামারহাটির বিধায়ক।
ছিল মেঘলা আকাশ, রোদ তেমন চোখে পড়ছিল না। কিন্তু ‘বাংলার ক্রাশ’ মদন মিত্রের ফ্যাশনই আলাদা। বাইক নিয়ে বেরতেই ভিড় করে ফেলেন অনুগামীরা। উপনির্বাচনের প্রচারে বেরিয়েছেন ভেবে সাংবাদিকরাও ঘিরে ধরেন তাঁকে। কিন্তু তিনি জানালেন, ‘এটা ঠিক প্রচার নয়। আসলে এলাকার ছোটরা একটি খাদ্যমেলার আয়োজন করেছে। খবর পেয়ে মেলা দেখতে এলাম। আমি বুড়ো হতে পারি, রাজনীতির লোক হতে পারি। কিন্তু বাচ্চারা আমার বড় প্রিয়। আর ওরাও আমাকে ভালবাসে। সেই ভালবাসা থেকেই এখানে আসা।’
মাত্র ক’দিন আগে নতুন গান বের করেছেন মদন মিত্র। যে গানে মমতা বন্দ্যোপ্যাধ্যায়ের ভূয়ষী প্রশংসার পাশাপাশি নিজের সমন্ধেও বেশ কিছু কথা বলেছেন তিনি। নিজেকে কালারফুল বয় বললেও, বেশি কালারফুল নয় বলেও দাবি করেছেন। তবে হ্যাঁ, এমএম অর্থাৎ মদন মিত্র হিসাবে বেশ কয়েকবার পরিচয় দিয়েছেন। ইতিমধ্যেই যুবসমাজের মধ্যে এই গান জনপ্রিয়তা পেয়েছে। আর তাই এদিন ‘এমএম’কে সামনে পেয়ে সেলফি তোলার সুযোগ হাতছাড়া করলেন না কেউই। এদিন মদনের সঙ্গে দেখা গেল ছোট পর্দার জনপ্রিয় মুখ তথা রিয়েল লাইফের দম্পতি নীল-তৃণাকেও।