এই মুহূর্তে




মাধ্যমিকের মেধাতালিকায় রদবদল, নতুন করে স্থান পেলেন ৯জন




নিজস্ব প্রতিনিধি : প্রকাশিত মাধ্যমিকের রিভিউ ও স্ক্রটিনির ফল। মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে স্ক্রুটিনি ও রিভিউয়ে রেজাল্টে বদল হয়েছে। চলতি বছর মাধ্যমিকের ফলপ্রকাশের পর প্রথম দশে দেখা গিয়েছিল ৬৬জনকে। এবার  রিভিউয়ে রেজাল্ট বের হওয়ার পর দেখা গিয়েছে প্রথম দশে স্থান পেয়েছে ৭৫জন। অর্থাৎ নতুন করে ৯জন স্থান পেয়েছে মেধা তালিকায়।

জানা গিয়েছে, স্ক্রুটিনিতে ১০ হাজারের বেশি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়েছে। রিভিউয়ের পর নম্বর বদল হয়েছে ১ হাজার ১৮২টি উত্তরপত্রে। মেধা তালিকায় চতুর্থ স্থান থেকে একজন উঠে এসেছে দ্বিতীয় স্থানে। মেধা তালিকায় মোট চারজনের অবস্থান বদল হয়েছে। অষ্টম স্থানে থাকে দুজনের নম্বর বেড়েছে। তাঁরা উঠে এসেছে সপ্তম স্থানে। দশম স্থানে একজন ছিল সে নবম স্থান উঠে এসেছে।

সূত্রের খবর, রেজাল্ট বের হওয়ার পরে  ৫৬ হাজার পড়ুয়া স্ত্রুটিনির জন্য আবেদন করেছিল। ৩৯০০ জন পড়ুয়া পিপিএস এর জন্য আবেদন করেছিল। ১৯১ জন পিপিআর করেছিল। পিপিএস করার ফলে নম্বর বদল হয়েছে ২৪০০ জনের। পিপিআরে ক্ষেত্রে নম্বর বদল হয়েছে ৫৬ জনের।

চলতি বছর মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছিল ২ মে। ফলপ্রকাশের পরে প্রায় ৪৬ দিন পরে প্রকাশিত হল মাধ্যমিকের নম্বর যাচাই  এবং রিভিউ-এর ফল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  যে সমস্ত পড়ুয়ার নম্বর পরিবর্তন হচ্ছে তাঁদের পুরনো মার্কশিট ও সার্টিফিকেট জমা দিতে হবে। তারপরে নতুন সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। পিপিএস, পিপিআর-এর ফল প্রকাশের ৭ দিনের মধ্যে স্কুলগুলিকে নির্ধারিত আঞ্চলিক দফতরে জমা দিয়ে নতুন মার্কশিট ও সার্টিফিকেট নিতে হবে।

২ মে শুক্রবার প্রকাশিত হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট। ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এ বছর মাধ্যমিক দিয়েছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। প্রথম দশ জনের মেধাতালিকায় মোট ৬৬ জন প্রথমে জায়গা করলেও রিভিউ রেজাল্টের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ