এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাজ্যের ৬১৪টি মাদ্রাসায় ১৭২৯টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিকে ঘিরে যখন রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে ঠিক তখনই রাজ্যের ৬১৪টি মাদ্রাসায় ১৭২৯টি শিক্ষকপদের জন্য বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্যের Madrasah Service Commission বা MSC। দীর্ঘ ১০ বছর পরে মাদ্রাসায় এই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই মনে করা হচ্ছে এই শূন্যপদ পূরণের জন্য আবেদনকারীর সংখ্যা ৫ লক্ষে পৌঁছে যাবে। এর আগে ২০১৩ সালে মাদ্রাসায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তবে, বিভিন্ন বাধা-বিপত্তি, মামলার জেরে নিয়োগ কার্যকর করা সম্ভব হয় ২০১৮ সালে। ফলে মাদ্রাসায় শিক্ষক সঙ্কটও তৈরি হয়েছিল। এই নতুন বিজ্ঞপ্তির জেরে আগামী এক দেড় বছরের মধ্যেই রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষকপদের শূণ্যতা কিছুটা হলেও কেটে যাবে। তবে অনেকেই মনে করছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির জারির মূলে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কেননা কিছুদিন আগেই তিনি মন্ত্রী গোলাম রব্বানির হাত থেকে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষাদপ্তর নিজের হাতে নিয়েছেন। স্বাভাবিক ভাবেই পঞ্চায়েত নির্বাচনে এর সুফল পেতে চলেছে তৃণমূল কংগ্রেস(TMC)। 

আরও পড়ুন ‘কামড়াতে বারণ করতে বলেছি, ফোঁস করতে তো বারণ করিনি’

Madrasah Service Commission’র প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি অনুযায়ী প্রিলিমিনারি টেস্ট নিতে পারবে কমিশন। তবে এই ১৭২৯টি শূন্যপদের জন্য ১২ মে থেকে ১২ জুন, একমাস ধরে চলবে আবেদন গ্রহণ করা হবে। www.wbmsc.com পোর্টালের মাধ্যমে অনলাইনেই আবেদন জানানো যাবে। মূল লিখিত পরীক্ষা হওয়ার কথা ৯০ নম্বরের। বাকি ১০ নম্বর থাকবে Personality Test ও ইন্টারভিউয়ের জন্য। তবে এবারের পরীক্ষায় কিছু বদলও হচ্ছে। এতদিন মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় যে কোনও ধর্মের জেনারেল ক্যাটিগরির প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারতেন। কিন্তু এবার থেকে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত প্রার্থীরাও এতে অংশ নিতে পারবেন। ফলে খুব স্বাভাবিক ভাবেই বলা যায় ২০১৩ সালের তুলনায় ২০২৩ সালে পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে চলেছে। আবার একই সঙ্গে এটাও সত্যি যে নিয়োগবিধি চূড়ান্ত করে School Service Commission বা SSC কবে নিয়োগ পরীক্ষা নিতে পারবে, তা এখনই বোঝা যাচ্ছে না। তাই সেই পরীক্ষার জন্য যারা হাপিত্যেশ করে বসে আছেন তাঁরাও কিন্তু মাদ্রাসা বোর্ডের এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আরও পড়ুন ‘মোচা’ নিয়ে এখনই ভয়ের কিছু নেই, বার্তা মুখ্যমন্ত্রীর

এবারে মাদ্রাসা সার্ভিস কমিশন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, প্রাথমিক-উচ্চ প্রাথমিক, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগ হবে। অ্যাডভান্স অ্যারাবিক, অ্যারাবিক মাদ্রাসা, এবং অ্যারাবিক ইউজি বিষয় তথা পোস্টগুলির জন্য টেট হবে। অ্যারাবিক ইউজির ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ফাজিল। কমিশনের এই নিয়োগ বিজ্ঞপ্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে West Bengal Trinamul Madrasah Teachers Assosiation বা WBTMTA। তাঁদের তরফে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, এই নিয়োগের জেরে একদিকে যেমন কর্মসংস্থান হবে, তেমনই মাদ্রাসাগুলির শিক্ষক সঙ্কট দূর হবে। প্রচুর আর্থিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও শিক্ষকের অভাবে পড়ুয়া কমছিল মাদ্রাসাগুলিতে। সেই সমস্যাও দূর হবে বলেও তাঁদের আশা। যদিও, এই ঘোষণার বিরোধিতা করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চ। তাঁদের বক্তব্য, ২০১৩ সালের নিয়োগে রাজ্যের অর্থদফতর ৩,১৮৩টি পদের অনুমোদন দিলেও নিয়োগ হয়েছিল ১৩০০টি পদে। বাকি পদগুলিতে মেধা তালিকা থেকে নিয়োগের দাবিতে আন্দোলন চলে আসছে। নয়া নিয়োগের ঘোষণা আসলে সেই শূন্যপদ থেকেই। তাই তাঁরা এই নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে আন্দোলনে নামবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে এসএসসি

আচমকাই জেগে উঠল গুরু প্রেম, প্রয়াত অজিত পাঁজার বাড়িতে হাজির ‘দলবদলু’ তাপস

রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দজি

টেটের প্রশ্নপত্রে ভুল ছিল কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট

কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, জারি তাপপ্রবাহের সতর্কতা

ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর, আইপিএলের দিন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর