এই মুহূর্তে




সন্দেশখালি নিয়ে ট্যুইট মমতার, নিশানায় বিজেপি, তোপ অভিষেকেরও

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালির(Sandeshkhali) ঘটনা সাজানো ও বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এই দাবি অনেক আগে থেকেই করে আসছিল তৃণমূল। কিন্তু এবার সেই দাবিকেই মান্যতা দিয়ে দিল স্ট্রিং অপারেশনে উঠে আসা সন্দেশখালিরই এক বিজেপি(BJP) নেতার দাবি। ওই স্ট্রিং অপারেশন চালানো হয় সন্দেশখালি ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের(Gangadhar Kayal) বাড়িতেই। তাঁর যে ভিডিও এদিন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তাতে তিনি দাবি করছেন যে, সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ সাজানো। ধর্ষণ-সহ বিভিন্ন অভিযোগ সাজানো হয়েছে পরিকল্পনা মাফিক। সেই ঘটনার পরে এবার একযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) দুই শীর্ষ নেতানেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) দুইজনই এই নিয়ে ট্যুইট করেছেন। দুইজনই এই ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তোলার পাশাপাশি তাঁদের তীব্র নিন্দা করেছেন।

এদিন গঙ্গাধর কয়ালের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তেই মমতা আর অভিষেক সেই নিয়ে ট্যুইট করেন। আলাদা করে তৃণমূলের তরফেও ট্যুইট করা হয়। এদিন মমতা ট্যুইট করে লেখেন, ‘সন্দেশখালির এই স্টিং অপারেশন প্রমাণ করে যে, বিজেপি আসলে কতটা নোংরা এবং ঘৃণ্য একটি দল। বাংলার প্রগতিশীল ভাবধারা ও কৃষ্টি-সংস্কৃতির প্রতি আঘাত হানতে, বাংলা-বিরোধীরা আমাদের রাজ্যের সম্মানহানি করার জন্য ষড়যন্ত্র-চক্রান্ত করে। ভারতের ইতিহাসে এর আগে কখনও দিল্লির কোনও শাসক দল, স্রেফ প্রতিহিংসার বশে একটি গোটা রাজ্য এবং সেই রাজ্যের জনগণকে অপমান করার এইরকম চেষ্টা করেনি। ইতিহাস সাক্ষী থাকবে কীভাবে দিল্লির ষড়যন্ত্রমূলক শাসনের বিরুদ্ধে বাংলা গর্জে উঠবে এবং তাদের বিসর্জন নিশ্চিত করবে।’ আর অভিষেক কী লিখলেন, ‘সন্দেশখালির স্টিং ভিডিয়ো দেখে আমি হতবাক। প্রত্যেক নাগরিককে বাংলা বিরোধীদের এই ঘটনার সাক্ষী হতে হবে। বিজেপি তাদের তুচ্ছ রাজনৈতিক উদ্দেশ্যের জন্য রাজ্যকে বদনাম করার পরিকল্পিত প্রচেষ্টা করেছে। এই ঘৃণ্য কাজটি ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহারের প্রতীক। লজ্জা!’

আবার তৃণমূল কংগ্রেসের তরফে ট্যুইট করে লেখা হয়, ‘আজ একটি ভাইরাল ভিডিয়ো প্রকাশ পেয়েছে, কীভাবে বিজেপি বাংলাকে অপমান করতে কোন কসরত বাকি রাখেনি। গণধর্ষণ থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা পর্যন্ত প্রতিটি বিষয় সাজানো, সেটার জন্য দায়ী শুভেন্দু অধিকারী। জনগণ ক্ষমা করবে না এই বাংলা-বিরোধীদের। বাংলার মা-বোনেরা এর প্রতিশোধ নেবে!’ আবার তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী জানিয়েছেন, ‘বিজেপির মণ্ডল সভাপতি বলছেন শুভেন্দুর পরিকল্পনা মতো সন্দেশখালিতে সব ঘটনা দেখানো হয়েছে। ৭/৮ মাস আগের যাতে ডাক্তার না ধরতে পারে আদৌ ধর্ষণ হয়েছিল কিনা! এবং পুরোটাই ছিল শুভেন্দুর পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র, টাকা, মোবাইল দিয়ে রাজ্যকে বদনাম করতে হবে এটাই ছিল নির্দেশ।’ অস্বীকার করার উপায় নেই যে, গঙ্গাধর বিজেপিকে বড় বিপদে না ফেললেও তৃণমূলের হাতে অমোঘ অস্ত্র তুলে দিয়েছেন। এদিন তৃণমূলের তরফে রাখা পাত্রকেও গ্রেফতার করার দাবি জানানো হয়েছে, ভুয়ো গণধর্ষণের অভিযোগ জানানোর জন্য।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশীদের সামাজিক বয়কটের ডাক হিন্দু মহাসভার

সোমে বিধানসভায় শপথ নেবেন উপনির্বাচনে জয়ী তৃণমূলের ৬ বিধায়ক

হাড় কাঁপানো ঠান্ডার জন্য আরও ১০ দিন অপেক্ষা করতে হবে, জানাল আবহাওয়া অফিস

ঠাকুরপুকুরে চুরি করার সময় বাড়ির গেটে তালা দিয়ে চোরকে ধরিয়ে দিলেন গৃহবধূ

গাড়িতে “KP” স্টিকার থাকলেই পড়তে হবে বিপদে, নির্দেশ লালবাজারের!

ফুল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ৫ ইঞ্জিন

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর