নিজস্ব প্রতিনিধি: কাল রবিবার সংবাদমাধ্য়মের সব আলো শুষে নেবে ভবানীপুর। সভামঞ্চে দেখা যাবে ভবানীপুর উপনির্বাচনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। দলীয় সূত্রের খবর তেমনই। সভা হবে ভবানীপুরের ঐতিহ্যমন্ডিত এলাকা পদ্মপুকুরে। যুদ্ধকালীন তৎপরতায় শেষ মুহূর্তের কাজ চলছে।
সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রবিবার ২৬ সেপ্টেম্বর ৭০ নং ওয়ার্ড এলাকার পদ্মপুকুরের গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডের প্রচারসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ মুহুর্তে কর্মসূচি পরিবর্তন করা হয়। ঠিক হয়, অভিষেকের সঙ্গে ওই সভায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। সেই সভায় যোগ দিয়ে তবেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে সভা করবেন।
শনিবার, কলিন লেনে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই ভবানীপুর উপনির্বাচনী প্রচারের শেষ দিন। কিন্তু আবহাওয়া বাধা হয়ে দাঁড়াতে পারে। ‘গুলাব’-এর প্রভাবে ওই দিনগুলোয় কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে একবালপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা বৃষ্টির কারণে বাতিল হয়েছিল । ফলে সেইদিকে এবার বাড়তি নজর দেওয়া হচ্ছে। বৃষ্টি হলে যাতে মমতা-অভিষেকের সভায় বিঘ্ন না ঘটে, তার জন্য সতর্ক দলীয় কর্মীরা। তাই, রবিবার ফাইনাল রিহার্সাল দিতে চাইছে তৃণমূল। আর সেই ফাইনাল রিহার্সালের মধ্যমণি হতে চলেছেন দুজন তৃণমূল
সেসব আপাতত ভুলে রবিবার মমতা-অভিষেকের যৌথসভার দিকেই নজর সকলের। আর তৃণমূল সুপ্রিমো ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতো হেভিওয়েট দু’জনের প্রচার সভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে ভবানীপুরের পদ্মপুকুরে। রবিবার সংবাদমাধ্যমের নজরে থাকবে পদ্মপুকুর।