-273ºc,
Saturday, 3rd June, 2023 3:25 am
নিজস্ব প্রতিনিধি: দেশ কী ক্রমশই অঘোষিত জরুরি অবস্থার দিকে এগোচ্ছে? প্রশ্নটা শুক্রবার দুপুরে আরও বেশি করে উঠে গেল রাহুল গান্ধির(Rahul Gandhi) সাংসদ পদ খারিজ হওয়ার ঘটনার পরে। দেশের অনেকেই মনে করছেন মোদি সরকার(Modi Government) কার্যত দেশকে বিরোধী শূণ্য অবস্থায় নিয়ে যাচ্ছে। এই কারণেই যথেচ্ছার ভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে(Central Agencies) যেমন ব্যবহার করা হচ্ছে তেমনি নানা আইনকে কাজে লাগিয়ে বিরোধীদের কন্ঠস্বর চেপে দেওয়া হচ্ছে। আর এই নিয়েই এদিন টুইট(Tweet) করে মোদিকে(Narendra Modi) তীব্র আক্রমণ শানলেন বাংলার অগ্নিকন্যা তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। যদিও তাঁর টুইটে কোথাও রাহুল গান্ধির নাম নেই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) এক লাইনের টুইটেই আক্রমণ শানিয়েছেন। সেখানেও নেই রাহুলের নাম।
আরও পড়ুন রাহুলের নিরাপত্তাও প্রত্যাহার করে নিচ্ছে শাহী মন্ত্রক
এদিন মমতা তাঁর টুইটে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ভারতে বিজেপির প্রধান লক্ষ্যে পরিণত হয়েছেন বিরোধী নেতারা! বিজেপির মন্ত্রিসভায় অপরাধের ইতিহাস থাকা ব্যক্তিরা রয়ে যাচ্ছেন অথচ বিরোধী নেতাদের সাংসদ পদ খারিজ হচ্ছে অযোগ্যতার কারণ দেখিয়ে। আজ, আমরা আমাদের সাংবিধানিক গণতন্ত্রের জন্য একটি নতুন নিম্নরুচির ঘটনার সাক্ষী থাকলাম।’ উল্লেখ্য গতকাল যখন গুজরাতের সুরাত জেলা আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দিয়েছিল তখন কিন্তু মমতা কোনও প্রতিবাদ করেননি। কার্যত ওই ইস্যুতে তিনি নীরবই ছিলেন। কিন্তু এদিন রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হতেই তিনি টুইট করে তীব্র আক্রমণ শানলেন নরেন্দ্র মোদি ও তাঁর দল এবং সরকারকে। অথচ কোথাও তিনি রাহুল গান্ধির নামটুকুও নিলেন না। কার্যত মমতা বুঝিয়ে দিলেন তিনি মোদি ও বিজেপি বিরোধিতায় অটুট। কিন্তু কংগ্রেসের হাত তিনি ধরছেন না। রাহুল গান্ধির নেতৃত্বও তিনি মানছেন না। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর টুইটে লিখেছেন, ‘DEMOCRATIC INDIA is an OXYMORON Now. #ripdemocracy’