এই মুহূর্তে

একুশের মঞ্চ থেকে বাম-বিকাশ-বিজেপিকে বিঁধলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি ঘিরে বাংলায় চলতি বছরে বেশ ভালই আলোড়ন পড়েছে রাজনীতির মঞ্চে। বিরোধীরা ছেঁকে ধরেছে রাজ্যের শাসক দলকে। সেই আক্রমণকেই একুশের মঞ্চ(21 July) থেকে বিজেপি(BJP) আর বাম শিবিরকে ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর নিশানা থেকে বাদ গেলেন না বাম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও(Bikash Ranjan Bhattacharya)। সেই সঙ্গে রাজ্যের মানুষকে আশ্বাস দিলেন মমতা। আশ্বাস দিলেন বেকার যুবক-যুবতীদের। বাংলার বুকে কর্মসংস্থানের ছবি তুলে ধরলেন তিনি। সেই সঙ্গে বিঁধলেন বিজেপিকে। তা সে অগ্নিপথ নিয়ে হোক কী রেলের ৮০ হাজার পদ তুলে দেওয়ার ঘটনা নিয়েই হোক। কার্যত বাম-বিকাশ-বিজেপিকে এক সারিতে বসিয়ে এদিন আক্রমণ শানিয়েছেন মমতা।

এদিন মমতা বলেন, ‘১৭ হাজার শিক্ষকের চাকরি তৈরিই আছে। ভর্তি করতে ডিপার্টমেন্ট রেডি। কোর্টে কেস চলছে বলে হচ্ছে না। আমরা চাই, মানুষ চাকরি পাক। আর বিজেপি চায় না লোকে চাকরি পাক। তাই কুটুর কুটুর করে মামলা করছে বিজেপি। মানুষ চাকরি পাবে না, এটাই চাইছে। শুধু গদ্দাররা চাকরি পাবে। বিকাশবাবু ভাজা মাছটিও উল্টে খেতে জানেন না। কোর্টে গিয়ে রোজ শিক্ষক নিয়োগ নিয়ে আওয়াজ তুলছে। ওদের সময় কী হত? ছেলেরা সব সিপিআইএম করবে আর ওদের বউরা শিক্ষিকা হবে। সিপিএমের(CPIM) একটা কাগজ আছে ওখানে যারা কাজ করে তাদের সব বউরা বাম আমলে স্কুলে চাকরি পেয়েছে। তারা কি নম্বরের ভিত্তিতে চাকরি পেয়েছেন বলে মনে হয়? আপনাদের আমলে কাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছিল বিকাশবাবু? কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? সেই ফাইলটা একটু বার করব? কী বলেন বিকাশবাবু! আমি বাংলার ছেলেমেয়েদের চাকরি দেব। কাজ করতে গেলে ভুল হয়।  সেই ভুল শুধরে নেওয়া হবে। কেউ যদি ইচ্ছে করে ভুল করে, তার শাস্তি পাবে। বামেদের আমলে ১০-১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে শুনেছি।’

মমতা ছেড়ে কথা বলেননি বিজেপিকেও। গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘দেশ ছেড়ে হাজারের উপর শিল্পপতি চলে গিয়েছেন। এটাই বিজেপির উন্নয়নের মডেল। বিজেপি বিড়াল তপস্বীর সরকার। রেলের ৮০ হাজার চাকরি খেয়ে নিয়েছে। কলকাতা থেকে সবচেয়ে বেশি কর তুলে নিয়ে যায় কেন্দ্র। চা, কোল ইন্ডিয়া থেকে কর তুলে নিয়ে যায়। বন্ধ সমস্ত পাবলিক সেক্টর। লক্ষ লক্ষ ছাঁটাই হয়েছে। এখন আবার অগ্নিপথ শুরু করেছে। আর্মির সঙ্গে বঞ্চনা কর না। সেনার কোনও বিকল্প হয় না। অগ্নিবীর তৈরির অর্থ কি সশস্ত্র ক্যাডার তৈরি করা? যারা পরে আপনাদের হয়ে কাজ করবে? অগ্নিপথ দিয়ে নিজেদের ক্যাডার তৈরি করা হচ্ছে। অগ্নিপথে না হেঁটে সেনায় লোক নাও।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর