এই মুহূর্তে

অমিত শাহয়ের সঙ্গে বৈঠকে একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে সওয়াল মমতার

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের (Amit Shah) সঙ্গে বৈঠকে ১০০ দিনের কাজের (100 Days Work) বকেয়া টাকা নিয়ে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার নবান্ন (Nabanna) সভাঘরে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে এই সওয়াল করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, শনিবার নবান্নে বৈঠক শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের কাছে ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে সওয়াল করেন। রাজ্য সরকার এখনও ১০০ দিনের কাজের বকেয়া টাকা পায়নি বলে জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত চলতি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে ফোন করে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর সেই আশ্বাসের পরেও এখনও মেলেনি টাকা।

১০০ দিনের কাজের টাকা-সহ বিভিন্ন খাতে রাজ্য সরকারের প্রায় ৮ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য দাবি জানান মুখ্যমন্ত্রী। এদিন পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশার নবীন পট্টনায়কের মন্ত্রিসভার প্রতিনিধি রয়েছেন। রয়েছেন কেন্দ্র সরকারের কর্তা ও আধিকারিকরা। সেই বৈঠকে বাংলার জন্য বকেয়া টাকা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের কাছে একাধিকবার দাবি জানিয়েছে রাজ্যের শাসকদলের নেতারা। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য বুধবার সংসদে বাংলার বকেয়া ১০০ দিনের কাজের টাকার দাবিতে সরব হয় তৃণমূল কংগ্রেস। প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে লোকসভায় সরব হন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

২৪’র ভোটে বাংলায় স্পেশাল পুলিশ অবজার্ভার বিজেপি ঘনিষ্ঠ অনিল কুমার শর্মা

ইডি-র ওপর হামলার তদন্তে সন্দেশখালির দুই বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

শেষ হয়ে গেল রাজ্য সরকারের অর্থবর্ষ, সমস্যায় বেশ কিছু দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর