এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বালেশ্বরে পৌঁছালেন মমতা, ৫ লক্ষের ক্ষতিপূরণের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: রাতেই করেছিলেন ট্যুইট। সেই সময় তিনি নিজে কিছু না জানালেও সম্ভাবনা দেখা দিয়েছিল রাজ্যের বাসিন্দাদের স্বার্থেই তিনি হয়তো ঘটনাস্থলে যাবেন। শনি সকালে সেটাই বাস্তব হয়ে দাঁড়াল। বাংলার মুখ্যমন্ত্রী(Bengal CM) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ওড়িশায়(Orrisa) বালেশ্বরের(Baleshwar) কাছে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা(Coromondol Express Accident) স্থলে যাবেন সেটাই এদিন সকালে নিশ্চিত ভাবেই জানানো হয় নবান্ন থেকে। সেই মতন দেখা যায় নবান্নের অদূরে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে থাকা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে বেলা ১১টা নাগাদ ওড়িশার বালেশ্বরের পথে রওয়ানা দেন মুখ্যমন্ত্রী। বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি বালেশ্বরে পৌঁছান। সেখানে অস্থায়ী হেলিপ্যাড থেকেই তিনি সরাসরি চলে যান দুর্ঘটনাস্থলে। সেখানে তিনি কথা বলেন রেলমন্ত্রী(Rail Minister) অশ্বিনী বৈষ্ণবের(Ashwini Baishnab) সঙ্গেও। এরপরে মুখ্যমন্ত্রী সেখানে থেকে স্থানীয় হাসপাতালে যাবেন যেখানে এই দুর্ঘটনায় বেশ কিছু মানুষ ভর্তি রয়েছেন যারা এই রাজ্যের বাসিন্দা। মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলবেন।

আরও পড়ুন করমন্ডল দুর্ঘটনায় রাজ্যের ৯ বাসিন্দার মৃত্যু, নিখোঁজ ৪

মুখ্যমন্ত্রী দুর্ঘটস্থলে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, বাংলার মানুষই সব থেকে বেশি মারা গিয়েছেন এই দুর্ঘটনায়। এখনও পর্যন্ত তাঁদের অনেকেরই কোনও সন্ধান মিলছে না। রেল যেমন ক্ষতিপূরণ দিচ্ছে তেমনি পশ্চিমবঙ্গ সরকারও মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে এককালীন আর্থিক ক্ষতিপূরণ দেবে। তবে মুখ্যমন্ত্রী যেহেতু এর আগে দুই দফায় রেলমন্ত্রী হিসাবে কাজ করেছেন সেই কারণে এদিন তিনি জানিয়েছেন। এই ঘটনা স্বাভাবিক নয়। তাঁর দাবি, ‘কিছু একটা নিশ্চয়ই হয়েছে। সঠিক তদন্ত করা হোক। রেলে সমন্বয়ের অভাবও প্রকট হচ্ছে।’ দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাঁদের অনেককেই মেদিনীপুর ও খড়গপুরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। আরও কয়েকজনকে সেখানে নিয়ে যাওয়া হবে। দুর্ঘটনাস্থল থেকেই মুখ্যমন্ত্রী রওয়ানা দেন স্থানীয় হাসপাতালের উদ্দেশ্যে যেখানে বাংলায় শতাধিক মানুষ ভর্তি রয়েছেন চিকিৎসার জন্য।   

আরও পড়ুন প্রশ্ন ১৩ মিনিটের ব্যবধান, প্রশ্নের মুখে ‘কবচ’ও

মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন যে, এই দুর্ঘটনা শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা। নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে। রাজ্য সরকার আহতদের চিকিৎসার জন্য সবরকম ভাবে সাহায্য করবে। নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহতদেরও আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফে। আহত ব্যক্তিদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। একই সঙ্গে সামনে এসেছে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের প্রতি এদিন শোক জ্ঞাপন করা হবে তৃণমূলের তরফেও। নবোজোয়ারের প্রস্তুতি সভা থেকে মোমবাতি জ্বালিয়ে, কালো ব্যাজ পরে শহিদ বেদিতে ফুল দিয়ে শোকজ্ঞাপন করা হয়েছে বেশ কিছু এলাকায়। তবে সব থেকে চাঞ্চল্যকর তথ্য এদিন সামনে এসেছেন রেলেরই মুখপাত্র অমিতাভ শর্মা। তিনি জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্থ করমন্ডল এক্সপ্রেস ও হামসফর এক্সপ্রেসে নাকি দুর্ঘটনারোধ প্রযুক্তি ‘কবচ’ নাকি ছিলই না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে

‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্ট আদালতে জমা ইডির

নিউটাউনে পরিত্যক্ত বহুতল থেকে উদ্ধার যুবকের নিথর মৃতদেহ

ভোট পেতে কুণাল ঘোষকে ফোন কংগ্রেস প্রার্থী  প্রদীপ ভট্টাচার্যের

২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে এসএসসি

আচমকাই জেগে উঠল গুরু প্রেম, প্রয়াত অজিত পাঁজার বাড়িতে হাজির ‘দলবদলু’ তাপস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর