এই মুহূর্তে

বিধানসভায় দাঁড়িয়ে মোদি ও বিজেপিকে নিশানা মমতার

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিধানসভায়(West Bengal State Assembly) দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) নিশানা বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একই সঙ্গে আক্রমণ করলেন বিজেপিকেও। বঙ্গ বিজেপির(BJP) তরফে রাজ্য বিধানসভায় পঞ্চায়েত নির্বাচনে হানাহানির ওপর মুলতবি প্রস্তাব আনা হয়েছিল। তাতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) এবং জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জবাব দেওয়ার সময়েই মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপির পাশাপাশি চলে আসেন প্রধানমন্ত্রীও।

আরও পড়ুন ‘পান্নালালের ছেলে নন্দলাল’কে ভোট সন্ত্রাসের জবাব দিলেন মমতা

এদিন মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনে হানাহানির ঘটনায় তুলনা টানেন দেশের অনান্য রাজ্যের সঙ্গেও। নিশানা বানান বিজেপির পাশাপাশি প্রধানমন্ত্রীকে আর সেটাও তাঁর নাম না নিয়েই। তিনি বলেন, ‘আপনারা বলেছেন, সারা ভারতে কোথাও সন্ত্রাস হয়নি। ত্রিপুরায় কী হয়েছে? উত্তরপ্রদেশ কী হচ্ছে? ১,১০০ মানুষকে এনকাউন্টার করা হয়েছে। ত্রিপুরায় ৯৭ শতাংশ আসনে প্রতিদ্বন্দ্বী নেই। গুজরাতে ইউএপিএ কী হয়েছে? আপনারা তো আর ৬ মাস রয়েছেন। আর কাকে কার্পেট বম্বিং করবেন? মানুষকে? মণিপুর নিয়ে অত ভয় কিসের? আপনি এদিকে ঘুরে বেড়াচ্ছেন, টাকা দিয়ে উপহার দিচ্ছেন। আর মণিপুর জ্বলছে। মিজোরাম জ্বলছে। এখানে নাকি রোজ সন্ত্রাস চলছে! হয় মাথায় কিছু হয়েছে, নয় কেন্দ্রকে খুশি করতে হবে, তাই যা খুশি একটা বলে গেলেই হয়ে গেল! বিজেপি ফেক ভিডিয়ো ফেক নিউজে বিশ্বাস করে। আমাদের পুলিশকে গুলি করল কে? এত বোমা কোথা থেকে এল? বিডিয়োকে কে মারতে গিয়েছিল?’

আরও পড়ুন মমতার সরকারে দায়িত্ব বাড়ল ইন্দ্রনীলের, কদর সায়ন্তিকারও

মমতা বলেন, ‘যেদিন থেকে এসেছে, বাংলাকে খারাপ বলে। বাংলাকে নষ্ট করার চেষ্টা। বিশ্বভারতীর উপাচার্য নাকি অমর্ত্য সেনের বাড়ি দখল করবেন! আমরা রয়েছি এখনও। কী ভাবে মানুষকে সম্মান দিতে হবে, জানি। সব কিছুতে পিএমের নাম। ওয়াশরুম থেকে শ্মশান। সব জায়গায় পিএমের নাম দিচ্ছে। যে দিন তুমি থাকবে না সব সরে যাবে। ১০০ দিনের কাজের ৭,০০০ কোটি টাকা আটকে রাখা হয়েছে। বিজেপি নেতারা বলেন, আমরা বলেছি, তাই টাকা আটকে রেখেছে। আবাস যোজনা বন্ধ করে দিয়েছে। মিড ডে মিল, সড়ক নির্মাণ বন্ধ করে দিয়েছে। এটা তোমার একার অধিকারে নেই! পিএম কেয়ারে কত টাকা জমা পড়ল, তার কী হল? ২০০০ টাকার নোট বাতিল করা হল। সে সব কোথায় গেল? ধর্মের ভিত্তিতে বিবাদ লাগাতে হবে! দলিতদের মুখে প্রস্রাব করে দেওয়া হয়েছে। রাজবংশী ও মতুয়ার মধ্যে বিভেদ তৈরি করতে হবে! মণিপুরে এমন জাতি দাঙ্গা লাগাল, যে থামছে না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমে ফের জেলা সফরে মমতা, মুর্শিদাবাদের পাশাপাশি যাচ্ছেন উত্তরবঙ্গে

বঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে, জেলায় কুয়াশার প্রভাব থাকবে

মানিকতলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ক্লাবঘরে একাধিকবার ধর্ষণ যুবতীকে

তরুণ ক্রিকেটারের রহস্যমৃত্যু, এসএসকেএমে বিক্ষোভ পরিবারের

টার্গেট অভিজাত আবাসন, চায়ের দোকানে বসেই মাত্র ১৯ বছরেই লক্ষাধিক টাকার মালিক

ফের পশ্চিমি ঝঞ্ঝার দাপট, কবে মিলবে শীতের আমেজ, বড় আপডেট হাওয়া অফিসের  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর