নেতাজির তৈরি যোজনা কমিশন ফেরাতে হবে! দাবি মমতার
Share Link:

নিজস্ব প্রতিনিধি: দাবি তিনি তুলেছিলেন আগেই। জানিয়েছিলেন তাঁর ক্ষোভের কথাও। এবার আবারও সেই দাবিকেই সামনে নিয়ে এলেন তিনি। নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবসে এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় চমক। যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশনকে ফিরিয়ে আনার দাবিকে আবারও সামনে নিয়ে এসে কেন্দ্রের ওপর চাপ বাড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই চাপের সামনে কেন্দ্র কী সিদ্ধান্ত নেয় আপাতত সে দিকেই তাকিয়ে থাকবে দেশবাসী।
এদিন রেড রোডে নেতাজী মূর্তির পাদদেশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয় নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানেন। তিনি বলেন, 'নেতাজির লড়াই দেশকে মুক্ত করার জন্য ছিল। আমি এখনও মনে করি নেতাজি ইতিহাস, বিস্ময়। কেন্দ্রীয় সরকার আজ অবধিও ছুটির দিন ঘোষণা করেনি। দুঃখ আছে আমাদের, এটা করতেই হবে। বাংলার কণ্ঠ প্রতিবাদী কণ্ঠ। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজিকে ছাড়া বাংলা হয় না। ইয়ং জেনারেশন, ছাত্র-ছাত্রীদের জানতে হবে নেতাজীর সম্পর্কে। জনগণমন অধিনায়ক জয় হে কে প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন নেতাজি। নেতাজী নিয়ে যারা এখন বড় বড় কথা বলছে তাদের জেনে নেওয়া উচিত নেতাজি রবীন্দ্রনাথ দেশ টুকরো টুকরো করার কথা বলেনি। পরাক্রমদিবস কী? কেন হবে না দেশপ্রেমিক দিসব? আমাকে পছন্দ নাই করুন, আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারতে।'
এরপরেই যোজনা কমিশন ফিরিয়ে আনার প্রসঙ্গটি তোলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নেতাজীর জন্মদিনকে জাতীয় ছুটির কথাও ঘোষণা করেন তিনি। বলেন, ' নেতাজিকে নিয়ে রাজনীতি হচ্ছে। নেতাজির আদর্শ বিসর্জন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। নেতাজির অন্তর্ধানের রহস্য প্রকাশ করতে হবে। যোজনা কমিশন তুলে দেওয়া হল ক্ষমতায় আসার পর। তৈরি করা হল নীতি আয়োগ। সেটা থাকতেই পারত। কিন্তু যোজনা কমিশন থাকতে পারত। যোজনা কমিশন ফিরিয়ে দিতে হবে। এটা নেতাজির রক্তগাঁথা এবং বীরগাঁথায় তৈরি। ভারতের প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হল। কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা বলে না। ন্যাশনাল প্ল্যানিং কমিশন ফিরিয়ে দিতে হবে।'
এদিন রেড রোডে নেতাজী মূর্তির পাদদেশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয় নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানেন। তিনি বলেন, 'নেতাজির লড়াই দেশকে মুক্ত করার জন্য ছিল। আমি এখনও মনে করি নেতাজি ইতিহাস, বিস্ময়। কেন্দ্রীয় সরকার আজ অবধিও ছুটির দিন ঘোষণা করেনি। দুঃখ আছে আমাদের, এটা করতেই হবে। বাংলার কণ্ঠ প্রতিবাদী কণ্ঠ। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজিকে ছাড়া বাংলা হয় না। ইয়ং জেনারেশন, ছাত্র-ছাত্রীদের জানতে হবে নেতাজীর সম্পর্কে। জনগণমন অধিনায়ক জয় হে কে প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন নেতাজি। নেতাজী নিয়ে যারা এখন বড় বড় কথা বলছে তাদের জেনে নেওয়া উচিত নেতাজি রবীন্দ্রনাথ দেশ টুকরো টুকরো করার কথা বলেনি। পরাক্রমদিবস কী? কেন হবে না দেশপ্রেমিক দিসব? আমাকে পছন্দ নাই করুন, আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারতে।'
এরপরেই যোজনা কমিশন ফিরিয়ে আনার প্রসঙ্গটি তোলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নেতাজীর জন্মদিনকে জাতীয় ছুটির কথাও ঘোষণা করেন তিনি। বলেন, ' নেতাজিকে নিয়ে রাজনীতি হচ্ছে। নেতাজির আদর্শ বিসর্জন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। নেতাজির অন্তর্ধানের রহস্য প্রকাশ করতে হবে। যোজনা কমিশন তুলে দেওয়া হল ক্ষমতায় আসার পর। তৈরি করা হল নীতি আয়োগ। সেটা থাকতেই পারত। কিন্তু যোজনা কমিশন থাকতে পারত। যোজনা কমিশন ফিরিয়ে দিতে হবে। এটা নেতাজির রক্তগাঁথা এবং বীরগাঁথায় তৈরি। ভারতের প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হল। কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা বলে না। ন্যাশনাল প্ল্যানিং কমিশন ফিরিয়ে দিতে হবে।'
More News:
6th March 2021
6th March 2021
ভারতী বনাম হূমায়ন, ডেবরার মাঠে ভোটযুদ্ধে দুই প্রাক্তন আইপিএস
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
Leave A Comment