এই মুহূর্তে

স্থিতাবস্থাতেই আস্থা! মেয়র থেকে বরো, পরিবর্তন নয়

নিজস্ব প্রতিনিধি: ভোটের জয় হয়ে গিয়েছে। এবার বোর্ড গঠনের পালা। পুরনিগমের মেয়র পারিষদ থেকে বরো সর্বত্র গঠন করতে হবে বোর্ড। কিন্তু প্রশ্ন এখন মেয়র কে হবেন? ডেপুটি মেয়রই বা কে হবে? চেয়ারম্যান পদই বা কার কাছে যেতে চলছে কলকাতা পুরনিগমের? মেয়র পারিষদেই বা কার কার মুখ থাকছে, কেই বা নতুন আসছেন? বরো চেয়ারম্যান কারা কারা হবেন সেটাও জানার চেষ্টা চলছে সর্বত্র। তবে তৃণমূল সূত্রে খবর দলনেত্রী স্থিতাবস্থাতেই জোর দিতে চাইছেন। মেয়র থেকে শুরু করে ডেপুটি মেয়র বা চেয়ারম্যান পদ কিংবা মেয়র পারিষদ বা বরো চেয়ারম্যান কোনও ক্ষেত্রেই কারোর বিরুদ্ধে দলের কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পাননি খোদ দলনেত্রীও। বরঞ্চ কলকাতার বাসিন্দারা বিপুল ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাঁরা রাজ্যের শাসক দলের পাশেই থাকছেন। পুরপরিষেবা নিয়েও তাঁদের গুরুতর কোনও অভিযোগ নেই। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও চান না, সব কিছু বদলে দিতে। যদি কিছু হয় তাহলে তা হবে শেষ মুহুর্তের চমক।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে নবনির্বাচিত তৃণমূলের কাউন্সিলরদের বৈঠকে ডাকা হয়েছে। সেই বৈঠকে হাজির থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তাপস রায় ও দেবাশিস কুমার। থাকবেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষ ও মালা রায়রাও। এদিনের বৈঠকেই স্থির হবে দল কাকে মেয়র, ডেপুটি মেয়র ও চেয়ারম্যান পদের জন্য তুলে ধরবে। সূত্রে জানা গিয়েছে, মেয়র পদে ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র পদে অতীন ঘোষ ও চেয়ারম্যান পদে মালা রায়ই থাকছেন। রদবদল চাইছেন না খোদ দলনেত্রী। যদিও দলের একাংশ পরিবর্তন চাইছেন। কিন্তু তাতে এখনও শিলমোহর দেননি নেত্রী। মেয়র পারিষদ যারা বিগত বোর্ডে ছিলেন তাঁরা সকলেই জিতেছেন। তাঁদের বিরুদ্ধে বড় কোনও অভিযোগও নেই। আবার বরো চেয়ারম্যান পদে যারা ছিলেন তাঁরা সকলেই জিতেছেন। তাঁদের বিরুদ্ধেও কোনও অভিযোগ নেই। তাই মেয়র পারিষদ বা বরো চেয়ারম্যান পদে কোনও পরিবর্তন ঘটবে না বলেই মনে করা হচ্ছে। তবে মেয়র পারিষদের দফতরের পরিবর্তন ঘটতে পারে।

একই সঙ্গে জানা যাচ্ছে এবারে বাড়তি চমক হিসাবে থাকতে পারে একাধিক ডেপুটি মেয়র ও ডেপুটি চেয়ারম্যান পদের সৃষ্টি। যদিও এই বিষয়ে এদিনই কোনও সিদ্ধান্ত নাও নেওয়া হতে পারে। একই সঙ্গে তৃণমূলের একাংশের দাবি, এবারে মালা রায়কে মেয়র হিসাবে তুলে ধরতে পারে দল। কেননা এখনও অবধি কোনও মহিলা কলকাতা পুরনিগমের মেয়র হননি। মালা রায় ইতিমধ্যেই রেকর্ড গড়েছেন কলকাতা পুরনিগমের প্রথম মহিলা চেয়ারপার্সন হয়ে। এবার সেক্ষেত্রে দেখতে হবে কলকাতার প্রথম মহিলা মেয়রের স্বীকৃতি তিনি দখল করতে পারছেন কিনা। তবে মমতার পাল্লা এখনও ভারী ফিরহাদ হাকিমের পক্ষেই। তাই ইতিহাস তৈরি না হওয়ার সম্ভাবনাই বেশি।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় কিছুই করতে পারবে না শুভেন্দু অধিকারী : ফিরহাদ হাকিম

নজরে বিধানসভা ভোট,বঙ্গে আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক দলের

‘ধর্ষকদের সমাজে কোনও জায়গা নেই’, গুড়াপ কাণ্ডে চরম সাজার পর প্রতিক্রিয়া মমতার

২১ ঘণ্টা বন্ধ পানীয় জল! চূড়ান্ত ভোগান্তিতে দক্ষিণ কলকাতার বাসিন্দারা

হাঙ্গারফোর্ড স্ট্রিটের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড , আটকে বাসিন্দারা

প্রেসিডেন্সি জেলের মধ্যেই ‘প্যানিক অ্যাটাক’ পার্থ চট্টোপাধ্যায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর