এই মুহূর্তে




তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের বিধানসভার অধিবেশনে প্রতিদিন হাজিরা দিতে হবে, নির্দেশ মমতার




নিজস্ব প্রতিনিধি: বিধানসভার চলতি বাজেট অধিবেশনে দলের বিধায়ক ও মন্ত্রীদের প্রতিদিন হাজির থাকার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নজরুল মঞ্চে দলের সাংগঠনিক সভায় বিধায়ক-মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিধানসভার বাজেট অধিবেশন আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিনই ভোটাভুটি চলবে। আর বাজেট নিয়ে ভোটাভুটিতে হেরে যাওয়া মানে সরকার পড়ে যাওয়া। তাই বিধায়কদের প্রতিদিনই অধিবেশনে পুরো সময়ের জন্য থাকতে হবে। মন্ত্রীরাও অধিবেশন চলাকালীন কলকাতার বাইরে যাবেন না। জেলা সফর আপাতত বন্ধ রাখুন। বিধানসভায় বসেই কাজ করুন।’

শাসকদলের বিধায়ক ও মন্ত্রীদের একাংশের অধিবেশনের অনিয়মিত হাজিরা নিয়ে বেশ কয়েকবার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বেশ কয়েকবার উষ্মাও প্রকাশ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষের কাছ থেকে অভিযোগ পেয়ে দলীয় বিধায়কদের অনিয়মিত হাজিরা নিয়ে সতর্কও করেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখ্যসচেতক নির্মল ঘোষ। কিন্তু তাতে পরিস্থিতি বদলায়নি।

তাই শেষ পর্যন্ত এ বিষয়ে হস্তক্ষেপ করলেন তৃণমূল সুপ্রিমো। এদিন সাংগঠনিক সভায় হাজির বিধায়ক-মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘বাজেট অধিবেশন চলছে। বিধানসভায় প্রতিদিন আসতে হবে। সকালে সই করে বিকেলে পালিয়ে গেলাম, তা চলবে না। বিধানসভাকেও স্কুল-কলেজের মতো ভাবতে হবে। ছুটি না হওয়া পর্যন্ত থাকতে হবে। মন্ত্রীরাও অধিবেশন চলাকালীন জেলায় যাবেন না। বিধানসভায় বসেই প্রশাসনিক কাজকর্ম সামাল দিন। জেলা থেকে বিধায়করা আসবেন, তাঁদের সঙ্গে সমন্বয় করুন। জেলায় কীভাবে কাজকর্ম চলছে, তা নিয়ে খোঁজ নিন।’

সোমবার বিধানসভায় বিজেপি বিধায়কদের বেনজির ‘তাণ্ডবের’ প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘একটা নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার ষড়যন্ত্র চলছে। লড়ার ক্ষমতা নেই। শুধু ষড়যন্ত্র করতে শিখেছে। বিধানসভায় বাজেট অধিবেশনে আরও এমন ঘটনা ঘটাতে পারে। ফলে আমাদের বিধায়ক-মন্ত্রীদের আরও বেশি সতর্ক থাকতে হবে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দীপ ঘোষের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিল রাজ্য মেডিকেল কাউন্সিল

বুধবার সন্ধ্যায় নবান্ন’র সভাঘরে মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক

১০ বছরে সিবিআই ব্যর্থতা নিয়ে সরব অভিষেক, দিলেন জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার পরামর্শ

বৈঠকে বসতে ফের মুখ্যসচিবকে ইমেল পাঠাল জুনিয়র চিকিৎসকেরা

ফের আক্রান্ত পুলিশ, বিশ্বকর্মা পুজোর রাতে ট্র্যাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর

মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নাম সুপারিশ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর