এই মুহূর্তে




‘বিহারি ভাই-বোনেরা আমাদেরই ভাই-বোন’, ছটে আসার কারণ ব্যাখা মমতার

Courtesy - Facebook




নিজস্ব প্রতিনিধি: প্রত্যেকবারের মতো এবারও কলকাতায়(Kolkata) গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোয়(Chath Puja) যোগ দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রবিবার দুপুরে কলকাতার একাধিক ঘাটে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দেন তিনি। সবার আগে তিনি যান কলকাতার তক্তাঘাটে। সেখানে উপস্থিত সকলকে ছটপুজোর শুভেচ্ছা জানান। তিনিও যে ছটপুজো অর্থাৎ সূর্যে উপাসনা করেন, সেকথা উল্লেখ করেন। গঙ্গার পবিত্রতার কথা বলে আবেদন জানান, ছটপুজোয় যাতে সেই পবিত্রতা রক্ষা করা হয়। সেখান থেকে যান দইঘাটে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ সুব্রত বক্সি, সাংসদ মালা রায় সহ পুরনিগমের একাধিক নেতা এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তারপরে মুখ্যমন্ত্রী যান নেতাজি স্পোর্টিং ক্লাবের(Netaji Sporting Club) ছট পুজোর অনুষ্ঠানে। সেখান থেকেই তিনি ভার্চুয়ালি কলকাতা, হাওড়া সহ রাজ্যের একাধিক ঘাটের ছট পুজোর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

মমতা বাঙালি ব্রাহ্মণ পরিবারের কন্যা। তার সঙ্গে ছটের সরাসরি কোনও যোগ নেই। কিন্তু প্রতিবছরই তিনি ছটের দিন পুজো দেন। তা নিয়ে বিরোধীরা নানা সময়ে কটাক্ষ হেনেছেন। এদিন দইঘাট থেকে সেই সব কটাক্ষের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন(Explained) কেন তিনি ছট পুজোয় আসেন। বলেছেন, ‘অনেকে বলে, আমি কেন ছটপুজোতেও আসি। আমি আসব। কারণ, ছটপুজো যাদের উৎসব, সেই বিহারি ভাই-বোনেরা আমাদেরই ভাই-বোন। তাঁরা অনেকে বাংলায় থাকেন। সকলেই আমাদের। আর আমি নিজেও সূর্যের উপাসক। রোজ মন্ত্র পড়ে সূর্য প্রণাম জানাই। তাই এই উৎসব আমারও উৎসব। আপনার ছট পুজোয় যে ঠেকুয়া তৈরি করেন, তার জন্য আমিও সারা বছর অপেক্ষায় থাকি। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন আপনাদের কাছে আসব। ছটপুজোর পর শহরের সমস্ত ঘাট পরিষ্কার করার বিষয়েও সবাইকে খেয়াল রাখতে হবে। উৎসব শেষের পর সমস্ত ঘাট পরিষ্কার করে দিতে হবে, পুলিশকেও কাজ করতে হবে।’

এরপরেই মুখ্যমন্ত্রী যান নেতাজি স্পোর্টিং ক্লাবের ছট পুজোর অনুষ্ঠানে। সেখানে তিনি ছটের অনুষ্ঠানে আসা নিয়ে স্মৃতিচারণা করেন। মমতা বলেন, ‘২০ বছরেরও বেশি সময় ধরে নেতাজি স্পোর্টিং ক্লাবের ছট পুজোর এই অনুষ্ঠানে আসছি। এবারও এসে খুব ভালো লাগছে। ‘এটা খুবই পবিত্র পুজো। ছট পুজোয় সূর্যদেবতা ও গঙ্গামায়ের পুজো হয়। আমাদের অনেক মা-বোন ছট পুজো উদযাপনে ৩৬ ঘণ্টা উপবাস করেন। তাঁদের সঙ্গে দেওয়ার জন্য এদিন আমি উপোস করে থাকি। কিচ্ছু খাই না। আমার নামে গঙ্গাসাগরে পুজো দেওয়া হয়। এই পুজোয় আপনাদের আমি শুভেচ্ছা জানাই। এই পুজোর দিন গঙ্গার ঘাটগুলিতে মানুষের ভিড় হয়। আমি বলব আপনারা আস্তে আস্তে যান, এবং পুজো করে ফিরে আসুন। গঙ্গাতে বাচ্চাদের নিতে পুজো করতে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তাদের সামলে রাখুন। আমাদের ভলান্টিয়াররা সারা রাত থাকবে। পুজো শেষ না হওয়া অবধি পুলিশ-প্রশাসনও গোটা রাজ্য জুড়ে আপনাদের খেয়াল রাখবে।’

মুখ্যমন্ত্রীকে সব ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়। দুর্গাপুজো-কালীপুজো উদ্বোধনের অনুষ্ঠানে মমতার মুখে মন্ত্রপাঠ শুনতেও অভ্যস্ত রাজ্যবাসী। ছট পুজোতেও যে মমতা উপোস করেন, একথা হয়তো অনেকেরই জানা ছিল না। এদিন নেতাজি স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানে সেই নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে সূর্যমন্ত্র জপ করতে শোনা যায় মমতাকে। দেখা যায় তাঁকে আরতি করতেও।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় নয়া চমক, যুবভারতী পেল আন্তর্জাতিক হকি ম্যাচের ছাড়পত্র

বিধানসভার অধিবেশনে নিস্ক্রিয় তৃণমূল বিধায়কদের তালিকা তৈরি হচ্ছে

ইতিহাস গড়ল প্রেসিডেন্সির দুই গবেষক, পাড়ি দিচ্ছেন কুমেরু মহাসাগরে

৪ লক্ষ টাকার বই কিনে নজর কাড়লেন চাকদহের শিক্ষক

নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, গ্রেফতার রিক্সা চালক

মাঘের শেষে হাওয়াবদল, ফের ঠান্ডার আমেজ ! বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কী ?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর