এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অভিষেকের মৃত্যুতে টুইট ও শোকবার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: বুধবার মধ্য রাতেই আরও একটা তারা খসে পড়েছে টলিউড(Tollywood) তথা বাংলার সংস্কৃতির আকাশ থেকে। মাত্র ৫৭ বছর বয়সে ঘুমের মধ্যেই প্রয়াত হয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়(Abhishek Chatterjee)। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই টলিউডের পাশাপাশি রাজ্য সাংস্কৃতিক জগতে নেমে এসেছে শোকের ছায়া। অভিষেকের মৃত্যুতে টুইট(Tweet) করার পাশাপাশি শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘অল্পবয়সে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল মৃত্যুর খবরে ব্যাথিত। অভিষেক একজন প্রতিভাশালী এবং বহুমুখী অভিনেতা ছিলেন, ওঁর অভিনয়ে যার ইঙ্গিত মেলে। আমরা ওঁর অভাব বোধ করব। টেলিভিশন সিরিজ এবং আমাদের চলচ্চিত্র জগতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। ওঁর পরিবার এবং বন্ধু-বান্ধবদের সমবেদনা জানাই।’

নিজের শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর প্রয়াণে অভিনয় জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি অভিষেক চট্টোপাধ্যায়ের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।  তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি ‘পথভোলা’, ‘সুরের আকাশে’, ‘পাপী’, ‘শেষ প্রতীক্ষা’, ‘সীমান্ত পেরিয়ে’, ‘রাত্রি শেষের তারা’, ‘আলো’ ইত্যাদি। এছাড়া ‘টাপুর টুপুর’, ‘চোখের তারা তুই’, ‘ফাগুন বৌ’, সহ বহু জনপ্রিয় টিভি সিরিয়ালেও তিনি অভিনয় করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৫ সালে বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করে।’ এদিন মুখ্যমন্ত্রীর শোকবার্তা নিয়ে অভিষেকের আনওয়ার শাহের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, এদিন বেলা ১২টা নাগাদ অভিষেকের দেহ নিয়ে প্রথমে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিয়োতে। সেখানেই তাঁর দেহ শায়িত থাকবে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এরপর বিকালেই কালিঘাটের কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।

অভিষ্কের পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। ছিল লিভারের সমস্যাও। অসুস্থতা নিয়েও কাজ চালাচ্ছিলেন অভিষেক। বুধবার রাতে শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পর প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে ফিরে বুকে ব্যথা শুরু হয়। কোনও রকমে খেয়েদেয়ে শুয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে বাড়ির লোকজন তাঁকে নিথর অবস্থায় পান। চিকিৎসক বাড়িতে এসে তাঁকে পরীক্ষা করে জানান, রাত ১টা নাগাদ ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই তাঁর বাড়িতে পৌঁছতে শুরু করেছেন টলিউডের তারকারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছেলে কোলে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রূপাঞ্জনা

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

ভয়াবহ দুর্ঘটনায় ভেঙেছে দুই হাতের হাড়, হবে অস্ত্রোপচার, কেমন আছেন দিব্যাঙ্কা?

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

শাহরুখ, প্রভাসকে টেক্কা আল্লুর, মুক্তির আগেই ‘পুষ্পা ২’-এর স্বত্ত্ব বিক্রি ২৭৫ কোটিতে

প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী চন্দ্রিমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর