এই মুহূর্তে




কলকাতার বাজে কদমতলা ঘাটের দেব দীপাবলিতে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী

Courtesy - Google and Facebook




নিজস্ব প্রতিনিধি: দেব দীপাবলি(Deb Dipabali) উৎসব উপলক্ষে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমায়(Ras Purnima) বাড়তি আকর্ষণীয় হয়ে ওঠে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর-সহ দশাশ্বমেধ ঘাট। কয়েক লক্ষ প্রদীপ জ্বালিয়ে পালিত হয় সেই উৎসব। যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বারাণসীতে আসেন। এবার সেই বারাণসীর দশাশ্বমেধ ঘাটের মতো কলকাতাতেও(Kolkata) আয়োজিত হতে চলেছে দেব দীপাবলি উৎসব। কলকাতা পুরনিগম(KMC) সূত্রের খবর, আগামী ২৫ এবং ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে(Baje Kadamtala Ghat) সরকারি উদ্যোগে পালিত হবে দেব দীপাবলি। ওই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও(Mamata Banerjee) আমন্ত্রণ জানানো হবে। কলকাতা পুরনিগমের তরফে নবান্নে সেই আমন্ত্রণপত্র পাঠানো হবে। মুখ্যমন্ত্রী যাতে তাঁর সুবিধামতো যাতে ওই দেব দীপাবলি উৎসবে যোগদান করতে পারেন, সেই চেষ্টাও শুরু হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে আয়োজনও। প্রায় ১০ হাজার প্রদীপ দিয়ে সাজানো হবে গঙ্গার ঘাট।  

বারাণসীর আদলেই কলকাতা পুরনিগমের উদ্যোগে এই দেব দীপাবলির আয়োজন করা হচ্ছে। কার্যত নতুন এই উদ্যোগের মাধ্যমে কলকাতায় আরও একটি বাৎসরিক নতুন উৎসবের শুরু হতে চলেছে। এমনিতে কলকাতায় কখনওই গঙ্গার ঘাটে দেব দীপাবলির চল নেই। মূলত উত্তর ভারতে এই উৎসবের রমরমা। কিন্তু কলকাতাতে এই ধরনের আয়োজন প্রথমবার হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, এই পূর্ণিমার দিন বিষ্ণু নিজের নিদ্রা ভঙ্গ করেন। তাই দেবলোকে সে দিন দেব দীপাবলি উৎসব পালিত হয়। আবার পাশাপাশিই কথিত, এই তিথিতে মহাদেব অর্ধনারীশ্বর রূপে বধ করেছিলেন ত্রিপুরাসুরকে। তাই এই পূর্ণিমা তিথি হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও পবিত্র। যে কারণে গোটা উত্তর ভারত জুড়ে দেব দীপাবলি উৎসব পালিত হয়। ঘটনাচক্রে, পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় আবার এই দিনটিকে রাস উৎসব হিসেবে পালন করা হয়। নবদ্বীপ, শান্তিপুর, দাঁইহাটের মতো জায়গায় আড়ম্বরের সঙ্গে পালিত হয় সেই উৎসব। কিন্তু দেব দীপাবলির আয়োজন কলকাতায় এই প্রথম।

একই সঙ্গে এবার রাস পূর্ণিমা পড়েছে অগঘ্রায়ণ মাসে। সেই হিসাবে এবার দেব দীপাবলীর আয়োজনও হচ্ছে অগঘ্রায়ণ মাসেই। প্রসঙ্গত, যে বাজে কদমতলা ঘাটে এই উৎসবের আয়োজন করা হবে, সেখানে এমনিতে প্রতিদিন গঙ্গা আরতি হয়। চলতি বছরেই মুখ্যমন্ত্রী ওই গঙ্গা আরতির সূচনা করেছেন। কলকাতা পুরনিগমের তরফে এই গঙ্গা আরতি আয়োজনের দায়িত্ব পেয়েছে ‘দেবোত্তর জয়চণ্ডী ঠাকুরানি ট্রাস্ট’কে। দেব দীপাবলি উৎসবেরও আয়োজনের দায়িত্বে রয়েছেন তারাই। ইতিমধ্যেই তারা প্রস্তুতিও শুরু করে দিয়েছে। তাদের যাবতীয় সহায়তা করছে কলকাতা পুরনিগম।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগামী সোমবার টানা ২১ ঘন্টা জল সরবরাহ বন্ধ থাকবে মহানগরে

‘জল জীবন’ প্রকল্পের টাকা আগাম নয়, জানিয়ে দিলেন মমতা

গ্রামের রাস্তায় ভারী পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি, নবান্নে জানালেন মমতা

‘কেন্দ্র ব্যবস্থা নিক, হস্তক্ষেপ করুন রাজ্যপাল..’ বাংলাদেশ ইস্যুতে রাজভবনে দাবি কুনালের

জল চুরিতে কড়া রাজ্য, ২৩ আধিকারিককে শোকজ , জানালেন মমতা

বিধানসভায় রাজ্যসভার প্রার্থী হিসেবে নমিনেশন জমা দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর