এই মুহূর্তে




‘১০০ দিনের কাজের বকেয়া টাকা চাই’, হাইকোর্টের রায়ের পর সুর চড়ালেন মমতা




নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বুধবারই (১৮ জুন) ১ আগস্ট থেকে ১০০ দিনের কাজ চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে। আর ওই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই ১০০ দিনের কাজের বকেয়া পাওনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ‘যারা ১০০ দিনের কাজ করেছেন তাদের টাকা দেয়নি কেন্দ্র। রাজ্য সরকার চার বছর ধরে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে ওই টাকা দিয়েছে। যে দিন থেকে এই কাজ বন্ধ হয়েছে, সে দিন থেকে হিসাব করে টাকা দিতে হবে। আমাদের টাকা কেন অন্য রাজ্যকে দেওয়া হয়েছে? এটা তো অপরাধ।’

জরুরি অবস্থার বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৫ শে জুন ‘সংবিধান হত্যা দিবস’ পালনের জন্য রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে কেন্দ্র। এদিন সাংবাদিক বৈঠকে ওই চিঠির প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভারতে কি আজ গণতন্ত্র আছে? প্রতিদিন গণতন্ত্রকে হত্যা করছে কেন্দ্র। প্রতিদিন মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে। সব রাজ্যের অধিকার ক্ষুন্ন করছে। রোজ রোজ সংবিধান বদলাচ্ছে। এখন কি দেশে আদৌ গণতন্ত্র আছে?

কলকাতা হাইকোর্টের রায়ে তিন বছর বন্ধ থাকার পর ফের বাংলায় চালু হতে চলেছে ১০০ দিনের কাজ। এদিন ওই রায়ের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আদালত অগস্ট থেকে কাজ শুরু করতে বলেছে। কিন্তু চার বছর ধরে কাজ হল না, কোনও টাকা দেওয়া হল না। আমাদের নেতারা দিল্লিতে গিয়ে ধর্না দিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হল। কেন্দ্রীয় মন্ত্রী দেখাই করলেন না। অনেক অপমান করা হয়েছে আমাদের। টাকা আমরা সরকার থেকে দিয়েছি। আমাদের টাকা আমাদের ফেরত দিতে হবে। যে দিন থেকে এই কাজ বন্ধ হয়েছে, সে দিন থেকে হিসাব করে টাকা দিতে হবে। আমাদের টাকা কেন অন্য রাজ্যকে দেওয়া হয়েছে? এটা তো অপরাধ।’

রাজভবনের মাধ্যমে বাংলা দিবস পালন ও প্রশাসনিক ক্ষেত্রে হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সমান্তরাল প্রশাসন তৈরির চেষ্টা চালাবেন না মনে রাখবেন রাজ্য সরকার নির্বাচিত। রাজ্যপাল মনোনীত। অমিত শাহকে বাদ দিয়ে রাষ্ট্রপতি সব কিছু করলে সেটা মেনে নেবেন? ক্ষমতার দম্ভ করছেন। ক্ষমতার অপব্যবহার করছেন। কাল যখন দিল্লিতে ক্ষমতায় থাকবেন না, তখন কী হবে? কে বলতে পারে কার কপালে কি আছে?’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ