এই মুহূর্তে




কর্নেল কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে বিজেপিকে খোঁচা মমতার




নিজস্ব প্রতিনিধি: কর্নেল সুফিয়া কুরেশিকে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী যেভাবে বিতর্কিত মন্তব্য করেছিল সেই কথা উল্লেখ করে বুধবার তার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। সংবিধান দিবস পালন নিয়ে কেন্দ্রকে মুখ্যমন্ত্রী। সেই সময় পহেলগাঁও ইস্যু নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সম্মান নিয়ে আপনারা খেলা করেন। আপনার মন্ত্রী , সাংসদরা কি সব কথা বলেন ?সেনাদের নিয়ে কি বলেন ? ম্যাডাম কুরেশিকে কি বলেছেন? যিনি পহেলগাঁওয়ের সময় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ধর্মনিরপেক্ষ দেশ বলে উল্লেখ করেছিলেন ।ওকে নিয়ে গর্বিত হওয়া উচিত ছিল। কিন্তু আপনার মন্ত্রী তাকেও ছাড়লেন না।

মুখ্যমন্ত্রী আরও বলেন, পহেলগাঁও সন্ত্রাসের পর সকলে বিশেষ অধিবেশনের কথা বলেছিল, সেটাও করেন নি। চিঠি দেওয়া হয়েছিল। কোন উত্তর দেননি। কাশ্মীরে জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের আঁতুড়ঘড় গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সুফিয়া কুরেশি (Cornel Sufia Kureshi)ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহকে(Minister Vijay Sha)।

ওই মন্ত্রী বলেন ,ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদীজি ওদের বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছে। ওরা আমাদের বোনকে বিধবা করেছে। তাই মোদীজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। সোফিয়া কুরেশির নাম উল্লেখ না করলেও সেই সময় তাকে উদ্দেশ্য করেই যে এই কথা বলা হয়েছিল তা সকলেই বুঝতে পারে এবং একে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে ওঠে। সেই সময় ওই মন্ত্রী দাবি করেছিলেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি দশবার কর্নেল কুটির কাছে ক্ষমা চাইতেও প্রস্তুত। তবে এই ঘটনার পর মধ্যপ্রদেশের রাজ্য বিজেপির তরফে রীতিমতো তিরস্কার করা হয় ওই মন্ত্রীকে। অবিলম্বে বিজয় শাহকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ফের রাত জাগোর ডাক ‘বামঘেঁষা’ জুনিয়র চিকি‍ৎসকদের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ