এই মুহূর্তে




মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় কংগ্রেস সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন মমতার




নিজস্ব প্রতিনিধি: ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে বুধবার নেতাজী ইন্ডোরে। চারদিক মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদড়ে। নেতাজি ইনডোর স্টেডিয়াম চত্বরে মোতায়েন প্রচুর সংখ্যক পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে এসে পৌঁছেছেন ইমাম-মোয়াজ্জেমরা।  ইন্ডোর থেকে মমতা স্পষ্ট জানিয়েছেন যে এলাকাগুলিতে অশান্তি হয়েছে সেগুলি মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, কংগ্রেসের জেতা আসন। তাঁর প্রশ্ন, কেন নিজেদের আসনে হওয়া অশান্তির দায়িত্ব নিচ্ছেন না কংগ্রেস?

এদিন ইন্ডোর থেকে কংগ্রেসের পাশাপাশি মুখ্যমন্ত্রীর শানিত মন্তব্যে আক্রান্ত হয়েছে বিজেপিও। তিনি জানিয়েছেন BJP-র পক্ষ থেকে ভুয়ো ভিডিও ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা চলছে। তাঁর কথায়, ‘কিছু গোদি মিডিয়া এবং বিজেপি ফেক ভিডিও দেখিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। হাত জোড় করে আর্জি জানাচ্ছি, বিজেপির উস্কানিতে পা দেবেন না। কেউ অশান্তি তৈরির চেষ্টা করলে কন্ট্রোল করুন।’

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়েছে। সেই সাক্ষাতেই বুঝি সর্ষের মধ্যে ভূত খুঁজে পেয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন এই বিষয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, “ইউনূসের সঙ্গে গোপন মিটিং করছেন। এতে দেশের ভাল হলে খুশি হব? কিন্তু আপনার প্ল্যানটা কী? কোনও এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র বলছে, এতে বাংলাদেশের হাত রয়েছে। বিএসএফ তো কেন্দ্রের হাতে। রাজ্যের হাতে সীমান্ত সামলানোর দায়ভার নেই। আপনারা বিভাজনের রাজনীতি করছেন।’

এরপরই স্বরাষ্ট্রমন্ত্রককে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষবাণে বিদ্ধ করে তিনি বলেন, “আপনি কালিদাসের মতো যে ডালে বসেছেন, সেই ডাল কাটছেন। মোদি চলে গেলে কী করবেন? আপনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না। সবথেকে ক্ষতি করেছেন আপনি। আমি মোদিজিকে বলব, স্বরাষ্ট্র মন্ত্রীকে কন্ট্রোল করুন।”

হিন্দু ও মুসলমানদের আশ্বাস দিয়ে মমতা বলেছেন, “আমাদের উপর ভরসা রাখুন। যতদিন থাকব হিন্দু-মুসলিম বিভাজন করতে দেব না। বিজেপি সরকারে এলে তো খেতেও দেবে না। মাছ-মাংস সব বন্ধ করে দেবে।” বাংলার মুখ্যমন্ত্রীর নিশানায় এদিন রয়েছেন যোগী আদিত্যনাথও। তাই মহাকুম্ভ প্রসঙ্গ টেনে তাঁকেও একহাত নিয়েছেন বাংলার দিদি। এদিন তিনি বলেন, “আজকে বড় বড় কথা বলছেন যোগী। ক’জন লোককে এনকাউন্টারে মেরেছেন? মহাকুম্ভে কতজনের মৃত্যু হয়েছে? হিসেব দিন।”

এদিন ইন্ডোর স্টেডিয়াম থেকে মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় নিহত তিন জনের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলায় যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাঁদের বাংলার বাড়ি প্রকল্প ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ‘বাংলার নিজের মেয়ে।’ পাশাপাশি যাদের দোকান ভাঙচুর হয়েছে, সেটি কত সংখ্যায়, কেমন পরিমাণ ক্ষতি হয়েছে এইসব হিসেব করে মুখ্য সচিবকে নির্দিষ্ট সাহায্যের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় BSF কেন গুলি চালিয়েছিল, তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কড়া হাতে সব অশান্তি দমন করার নির্দেশ সিপি মনোজ ভার্মার

দুপুরেই নামতে পারে দুর্যোগ, জেলায় জেলায় সতর্কতা, পারদ নামল কতটা ?

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড একাধিক জেলা, বাজ পড়ে মৃত ২

বাজল বিয়ের সানাই, শুক্রেই সাত পাকে বাধা পড়বেন দিলীপ ঘোষ

আকাশ ঘন কালো, শহর জুড়ে স্বস্তির বৃষ্টি, দাবদাহ থেকে মুক্তি

২১ তারিখ ‘যোগ্য-অযোগ্য’ তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন, জানালেন ব্রাত্য

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর