এই মুহূর্তে




‘চেয়ারম্যান আমি, অথচ জানানোই হয় না…’, ক্ষোভ ঝাড়লেন মমতা




নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে কেন্দ্রের সর্বদল প্রতিনিধি পাঠানো নিয়ে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি হন। এদিন পাকিস্তানের বিরুদ্ধে হওয়া সফল অভিযান ‘অপারেশন সিঁদুর’কে নিয়ে কেন্দ্রের সর্বদল প্রতিনিধি দলে তৃণমূলের নাম প্রত্যাহার নিয়ে যে জল্পনা তৈরি হয়, তারই জবাব দেন।। ক্ষোভ উগরে বলেন, ‘এখন এমন সিস্টেম হয়ে গিয়েছে যে কেন্দ্র দলকেই জানায় না। সংসদীয় দল শুধুমাত্র সংসদ অধিবেশনের সিদ্ধান্ত নিতে পারে, নীতি নির্ধারণ করতে পারে না।”

কেন্দ্রের সর্বদলে প্রতিনিধি পাঠানোর প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা জানান, “কোনও আবেদন আসেনি আমাদের কাছে। যদি আমাদের কাছে আবেদন আসত, তবে আমরা অবশ্যই বিবেচনা করতাম। আমরা দেশের পাশে রয়েছি। আগেও বলেছি, বিদেশনীতিতে আমরা কেন্দ্রের পাশে রয়েছি। এখনও আমরা কেন্দ্রের দৃষ্টিভঙ্গি ও অ্যাকশনকে সমর্থন করছি। কিন্তু ওরা সদস্য নির্ধারণ করে দিতে পারে না। তারা নিজেদের সদস্য বাছাই করতে পারে, কিন্তু অন্য দলের সদস্য ঠিক করে দিতে পারে না। এটা দলের সিদ্ধান্ত। যদি আমায় অনুরোধ করে, তবে আমরা চিন্তাভাবনা করে নাম পাঠাব।”

জানা গিয়েছে, বহরমপুর সাংসদ ইউসুফ পাঠান ‘না’ বলে দেওয়ার পরই জল্পনা তুঙ্গে ওঠে। বিতর্ক তৈরি হয় তৃণমূল নাকি কেন্দ্রের এই উদ্যোগকে বয়কট করেছে। তবে এই বিষয়কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পরিষ্কার করে দেন। তিনি জানান, যে কেন্দ্রের এই উদ্যোগকে তাঁরা বয়কট করছে না। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা বয়কট করছি, এটা বলা ঠিক নয়। এটা ভুল। সংসদীয় দল সংসদের বিষয় নিয়ে আলোচনা করে, সিদ্ধান্ত নেয়। সেটাও দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। লোকসভা-রাজ্যসভার চেয়ারম্যান আমি। অথচ আমাদের কখনও জানানো হয় না। আমাদের জানালে অবশ্যই জানাব।”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের মৃত্যুতে আর্থিক অনটন মূল কারণ অনুমান পুলিশের

বাগুইআটিতে ভুয়ো কল সেন্টারে পুলিশের হানা, গ্রেফতার ৬, উদ্ধার মোবাইল ফোন, ল্যাপটপ

কসবার রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার, ব্যাপক শোরগোল

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

OBC-র বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ