এই মুহূর্তে




অভিষেক যখন জন্মায়নি, তখনকার নথি চাইছে এজেন্সি : মমতা




নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে। অভিষেকের কাছে ১৯৮১ ও ১৯৮২ সালের তথ্য চাইছে এজেন্সি। তখন তো অভিষেক জন্মায়নি।অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাবাকে তদন্তের নামে ডেকে হেনস্থা করা হচ্ছে। যে সময়ের ডকুমেন্টস চাওয়া হচ্ছে তা তার কাছে নেই। কেন্দ্রের কাছ থেকে পাওনা আদায় করতে, দিল্লিতে গিয়েছিল অভিষেক। তাকে ৮ ঘন্টা ধরে বসিয়ে রেখে দেখা করলো না। এত ঔদ্ধত্য এদের। চিরদিন কেউ ক্ষমতায় থাকে না। বৃহস্পতিবার কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে কেন্দ্রে থাকা বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী(CM) বলেন প্রধানমন্ত্রী কাছে অনুরোধ করবো ফেডারেল স্ট্রাকচার রক্ষা করুন রাজ্যের মন্ত্রীদের ব্যাপারে নাক গলাবেন না। নিজের মন্ত্রীদের সামলান ।

এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতে মুখ্যমন্ত্রী(CM) বলেন, এটা রাজনৈতিক সাংবাদিক সম্মেলন নয়।বাঁধনছাড়া হয়ে যাওয়ায় কিছু কথা বলার দরকার। তিনি বলেন,বলতে বাধ্য হচ্ছি জেলায় কার্নিভাল কিন্তু বিজয়া করতে গিয়ে দেখছে বালুর বাড়িতে রেড হচ্ছে।বিজেপি মনে করছে এইভাবে ভয় দেখাবে।সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না।ববির বউ বলছে , ইডি(ED) রেড করতে গিয়ে তারা তেলের বাটি উল্টে দিচ্ছে।কটা শাড়ি , কসমেটিক্স কি কি আছে ছবি তুলছেন।মমতার প্রশ্ন,কটা বিজেপি নেতার বাড়িতে রেড হয়েছে।সারা দেশে সব কা সাথ সবকা বিকাশ নয়, সব কা সর্বনাশ হচ্ছে।ভোট আসতেই শুরু হয়েছে।এই ভাবে দেশ চলবে।যখন তখন আইন বদলে দিচ্ছে।স্ট্যান্ডিং কমিটির(Standing Comittee) বৈঠক হচ্ছে না।হঠাৎ বলছে ইন্ডিয়া কাটো ভারত নাম ব্যবহার কর।কাল যদি আমরা ইন্ডিয়ার সঙ্গে ভারত লাগিয়ে দি, তখন।পুজোর মধ্যে এনসিআরটি বইতে ভারত লেখার ফরমান এল।আজকে ক্ষমতায় আছেন। চিরদিন থাকবেন না। ইতিহাস বদলানো যাবে না।পুরোটাই রাজনৈতিক। মমতা বন্দ্যোপাধ্যায় আরোও বলেন,আমাদের ট্যাক্স(TAX) আমাদের ফেরত দিচ্ছে না।জিএসটি বাকি।টাকা নিয়ে নিজেদের মূর্তি বানাবে।মহম্মদ বিন তুঘলকের মত কাজ। শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দিয়ে দিয়েছে। শুক্রবার সকালের মধ্যে যদি না ফেরায় রবীন্দ্রনাথের ছবি বুকে নিয়ে বিক্ষোভ হবে।

পুজোর সময় তৃণমূলকে অসুর বলেছে।আমাদের সর্বভারতীয় তকমা বিজেপির কথায় ছিনিয়ে নিয়েছে।লড়াই চলবে।সিপিএমের সঙ্গে লড়াই করেছি।বদল হয়েছে বদলা হয়নি।একই কাজ ৪২ বছর আগে হয়েছে।রাজনৈতিক ভাবে লড়াই কর।বিজেপিকে মমতার প্রশ্ন ,আর কত লোককে জেলে পুড়বে?তাতেও ভোটে জিততে পারবে না। তিনি বলেন,পুজো কার্নিভাল এখন বেশি গুরুত্বপূর্ণ।সবাই ব্যস্ত, বালু অসুস্থ। মরে গেলে বিজেপির নামেএফআইআর হবে।মানসিক অত্যাচার চলছে।গ্যাসের দাম ১০০০ করে ভোটের জন্য ২০০ কমিয়েছে।ভোটের পর আবার ২০০০ হবে।বিজেপির দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতার মন্তব্য আপনাদের নেতাদের মন্ত্রীদের দুর্নীতি নিয়ে তথ্য সহ আমাদের কাছেও ডকুমেন্ট পেন ড্রাইভ আছে।কিন্তুআমরা চেয়ারকে সম্মান করি।প্যাথলজিক্যাল লায়ার হয় না।বিজেপির ইশারায় সব হচ্ছে বলা হচ্ছে আদালতের নির্দেশে হয়েছে।মুখ্যমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রীর(Prime Minister) কাছে অনুরোধ ফেডেরাল স্ট্রাকচার রক্ষা করুন।রাজ্যের মন্ত্রীদের ব্যাপারে নাক গলাবেন না।নিজের মন্ত্রীদের সামলান।তার দাবি,এতদিন রাজনীতি করছি এরকম কখনো দেখিনি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বড়তলায় পথশিশুকে নির্যাতনের ঘটনায় দোষী রাজীবের ফাঁসির সাজা

বৃহস্পতিবার থেকে টানা ৪ দিনের জন্য বন্ধ মেট্রো পরিষেবা

যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পূজো বির্তকে শুভেন্দুকে মোক্ষম জবাব মমতার

‘মহাকুম্ভ তো এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে’, যোগী প্রশাসনকে খোঁচা মমতার

‘জঙ্গি যোগ প্রমাণিত হলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ব’, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার

কেমন চলছে মাধ্যমিক পরীক্ষা? সারপ্রাইজ ভিজিটে ভবানীপুরের স্কুলে হাজির মমতা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর