-273ºc,
Friday, 2nd June, 2023 4:29 am
নিজস্ব প্রতিনিধি: রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে(Anganwadi Centre) কাঠকয়লা বা কেরোসিনের স্টোভ জ্বালিয়ে রান্না করার দিন শেষ হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উদ্যোগে রাজ্যের ৭১ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে LPG সংযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর জন্য মোট ৩৩ কোটি ৩২ লক্ষ ১৯ হাজার টাকা বরাদ্দ করেছে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর। শুধু তাই নয়, আগামী ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির হাতে টাকা পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। শিশু ও অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন বাজারে চালু নোটের মাত্র ১২ শতাংশ ২ হাজার টাকার
কাঠকয়লা কিংবা কেরোসিনের স্টোভ জ্বালিয়ে রান্না করার সময় দূষণ ছড়িয়ে পড়ে। ধোঁয়া, কেরোসিন পোড়া গন্ধ ইত্যাদি মিশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, যা শিশু ও সন্তানসম্ভবা মহিলাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে বাংলার লক্ষাধিক শিশু ও মায়ের সুবিধা হবে। সিদ্ধান্ত অনুযায়ী, যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব বাড়ি রয়েছে, আপাতত সেখানেই গ্যাস সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে। এখন দু’টি সিলিন্ডারের টাকা ছেড়েছে দফতর। অন্যান্য খরচ নিয়ে এখনই কিছু বলা হয়নি। গ্যাস সংযোগ নেওয়ার কাজ শেষ হওয়ার পর বাদবাকি পরিকাঠামো গড়ে তোলা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন ‘চোর’ টিপ্পনি জেলের অন্দরেও, অতিষ্ট পার্থ
বাংলার গ্রামে এমন বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যেগুলি ভাড়াবাড়ি, ক্লাবঘর ইত্যাদি জায়গায় চলে। কাঠকয়লায় রান্না হয় বলে বিভিন্ন সময় সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ বা বাড়ির মালিক বিরক্ত হন। বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে। পাশাপাশি, এক্ষেত্রে রাঁধুনিদের স্বাস্থ্যের ঝুঁকি থাকে। স্কুলের মিড-ডে-মিলের রান্না বহুদিন ধরে LPG-তেই হচ্ছে। তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কেন সেই ব্যবস্থা হবে না, এমন প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সেই ব্যবস্থা চালু হতে চলেছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে।