এই মুহূর্তে




কলকাতা থেকেই রোম সম্মেলনে বক্তব্য রাখবেন মমতা




নিজস্ব প্রতিনিধি: কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। প্রতিহিংসাবশত মোদি সরকার এক লাইনের এক চিঠি পাঠিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম যাত্রা ঠেকিয়ে দিয়েছে। কিন্তু যা তাঁরা পারেনি তা হল রোম যাত্রার মূলে থাকা বিশ্বশান্তি সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার বিষয়টি আটকে দিতে। তাই ইতালিতে পা না রেখেই বাংলার অগ্নিকন্যাকে দেখা যাবে কলকাতা থেকেই ওই শান্তি সম্মেলনে নিজ বক্তব্য রাখতে। সন্দেহ নেই যদি মমতা এই বক্তব্য রাখতে পারেন তাহলে আন্তর্জাতিক মঞ্চে তাঁর ভাবমূর্তি তো উজ্জ্বল হবেই সেই সঙ্গে মুখ পুড়বে মোদির। কেননা তাঁর সরকারই মমতার রোম সফর আটকে দিয়েছে।

আগামী নভেম্বর মাসে ইতালির রাজধানী রোমে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে হওয়া শান্তি সম্মেলনে মমতা আমন্ত্রিত হয়েছেন মমআত বন্দ্যোপাধ্যায়। কিন্তু শনিবার কেন্দ্র সরকারের বিদেশমন্ত্রক এক লাইনের এক চিঠি পাঠিয়ে জানিয়ে দেয় যে, বাংলার মুখ্যমন্ত্রী্র এই সম্মেলনে যোগ দেওয়া সমীচিন হবে না। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সরব হয়েছে তৃণমূল। সেই সঙ্গে খোদ মমতাও তীব্র সমালোচনা করেছেন কেন্দ্র সরকারের। মোদি সরকারকে বিঁধে বলেছেন, ‘বাংলায় শান্তি রয়েছে বলেই এই শান্তি সম্মেলনে আমরা ডাক পাই। কিন্তু যাঁরা হিংসুটে, তাঁরা বলেন যাওয়া যাবে না। কোনটা ফিট আর কোনটা ফিট নয়, কে ঠিক করবে? অনেক রাজ্য অনুমোদন নেয় না। বিশ্বশান্তির কথা আমি এখান থেকেই বলছি। না-যেতে দিলেও আমি এখান থেকেই যা বলার বলব। ইতালি সরকারকে কৃতজ্ঞতা জানাই আমাকে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য। এ ভাবে কত দিন কেন্দ্র আমার বিদেশ সফরের অনুমতি আটকে রাখবে!’

বাংলা থেকেই শান্তি সম্মেলনের উদ্দেশে যা বলার বলবেন বলে জানালেও বাংলার মুখ্যমন্ত্রী এখনও এটা স্পষ্ট করেননি, তিনি ভার্চুয়ালি এই সম্মেলনে ভাষণ দেবেন নাকি সেখানে কোনও বার্তা পাঠাবেন। এই ধরনের আন্তর্জাতিক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার আশঙ্কাতেই তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। ওয়াকিবহাল মহলেরও অভিমত, আন্তর্জাতিক স্তরে মোদির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যত কমছে, মমতার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বিশ্বের দরবারে ততই বাড়ছে। এই অবস্থায় মমতাকে ঘিরে মোদির নিজের অস্বস্তি তো বাড়ছেই, গেরুয়া শিবিরের অস্বস্তিও বাড়ছে। সব থেকে বড় কথা মমতা রোমে যেতে পারলে যত না প্রচারের আলোয় আসতেন, কার্যত তার চারগুণ প্রচারের আলোয় এখন তিনি চলে এলেন কেন্দ্রের ভুল পদক্ষেপের দরুন। এতে আগামী দিনে বিজেপির অস্বস্তি আরও বাড়বে বৈ কমবে না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪২ দিন বাদে আংশিক কর্মবিরতি তোলার সিদ্ধান্ত আন্দোলনকারী চিকি‍ৎসকদের

হাসপাতালে বসছে ‘প্যানিক বাটন’, থাকছে পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশ

স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চালানো নিয়ে আড়াআড়ি বিভক্ত জুনিয়র চিকি‍ৎসকরা

কাটল জট, বিধানসভায় যোগ দিতে পারবেন মানিক

Mamata Banerjee: আদি গঙ্গার জল ভাসিয়ে দিল মুখ্যমন্ত্রীর ঘর

নিরাপত্তা খতিয়ে দেখতে আরজি করে গেলেন নয়া পুলিশ কমিশনার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর