এই মুহূর্তে




মমতার বড় ধাক্কা এবার বিধানসভার কমিটিতেও, শীঘ্রই রদবদল




নিজস্ব প্রতিনিধি: কথায় বলে রাজনীতিতে নামলে গায়ে কাদা লাগবেই। সেই ঘটনা এখন ১০০ শতাংশই দেখা যাচ্ছে দেশের প্রায় সব রাজনৈতিক দলের নেতা থেকে জনপ্রতিনিধিদের মধ্যেই। বাংলার বুকেও গরুচুরি, কয়লাচুরি, চাকরিচুরির ঝড় উঠেছে। তার ধাক্কা যে রাজ্যের শাসক দলের ভাবমূর্তির ওপরেও পড়ছে তা অস্বীকার করার বিন্দুমাত্র উপায় নেই। এই অবস্থায় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও(TMC) নজর দিয়েছে দলের শুদ্ধিকরণের ওপরে। পাল্টে দেওয়া হয়েছে দলের বেশ কিছু সাংগঠনিক জেলার সভাপতিদের, বদল ঘটেছে ব্লক স্তরেও। রদবদল হয়েছে রাজ্যের মন্ত্রিসভাতেও। এবার পালা রাজ্যের বিধানসভার কমিটির। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই বাংলার বিধানসভায়(West Bengal State Assembly) যে স্থায়ী কমিটিগুলি আছে সেখানেও বড়সড় রদবদলের পথে হাঁটতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দল। 

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য বিধানসভার স্থায়ী কমিটিগুলিতে এখন যে সব সদস্য রয়েছেন তাঁদের বিরুদ্ধে কোন কোন অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখবে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি(Standing Comeety)। যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে তাঁদের সেই সব কমিটি থেকে সরিয়ে দেওয়া হবে। যেহেতু ওই সব কমিটিতে শাসক দলের বিধায়কদের সংখ্যাই বেশি তাই মনে করা হচ্ছে এই রদবদলে সব থেকে বড় প্রভাব পড়তে চলেছে শাসক শিবিরের ওপরেই। সাধারণত, দলের গুরুত্বপূর্ণ বিধায়কদের মন্ত্রিসভায় স্থান দিতে না পারলে তাঁদের বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদে তাঁদের বসানো হয় বা কমিটির সদস্য করা হয়। কমিটির সাধারণ সদস্যদের তুলনায় কিছু বাড়তি সুযোগ-সুবিধা পান চেয়ারম্যানরা।

এবার সবার আগে সেই সব কমিটির যারা মাথা রয়েছেন তাঁদের দিকেই নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। যে সব চেয়ারম্যানের নামে গুরুতর অভিযোগ আছে তাঁদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হবে। দ্বিতীয় দফায় নজর দেওয়া হবে কমিটির সাধারন সদস্যেদের দিকে। সেখানেও চালানো হবে শুদ্ধিকরণ অভিযান। অভিযোগ থাকলেই সরে যেতে হবে কমিটি থেকে। পুজোর আগেই এই প্রক্রিয়া শেষ করা হবে বলে জানা গিয়েছে। তবে এর ঘোষণা করবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) শীতকালীন অধিবেশনে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় মমতার উদ্যোগে জগন্নাথ মন্দির তৈরির উদ্যোগকে স্বাগত জানাল অখিল ভারত হিন্দু মহাসভা

‘এক দেশ, এক ভোট মানব না’ ফের হুঙ্কার মমতার

পাইকারি বাজারে আলুর দাম কমলেও মানিকতলা বাজারে বেশি দামে বিকোচ্ছে কাঁচামাল

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, নতুন তারিখ কবে?

লাগামছাড়া গতিতে ‘রেড অ্যালার্ট’, রেষারেষি রুখতে ‘চাবিকাঠি’ থাকছে পরিবহণ দফতরের হাতে

সকালে পারদ নামল ১৩.৮ ডিগ্রিতে, আজ মরসুমের শীতলতম দিন

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর