এই মুহূর্তে




‘কালকে আমাকে একজন মেসেজ দিয়েছে, অভিষেককে ভোটের আগে গ্রেফতার করা হবে’




নিজস্ব প্রতিনিধি: ২৪’র ভোট হতে এখনও মাস ৬ বাকি আছে। কিন্তু তার আগেই এদিন অর্থাৎ ২৮ অগাস্টে বড়সড় আশঙ্কার কথা শুনিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একই সঙ্গে ষড়যন্ত্রের তত্ত্ব এনে কাঠগড়ায় তুললেন কেন্দ্রের শাসক দল(Narendra Modi Government) এবং দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। জানালেন, ‘কালকে আমাকে একজন মেসেজ দিয়েছে, অভিষেককে(Abhishek Banerjee) ভোটের আগে গ্রেফতার করা হবে। এরকম প্রতিশোধপন্থী সরকার কখনও দেখিনি। নির্বাচনের আগে অভিষেককে গ্রেফতার করার হুমকি দিচ্ছে। ওর কম্পিউটারে যা ছিল, নিয়ে নিয়েছে। কাউকে না জানিয়ে ফাইল ঢুকিয়ে দিয়েছে। আমরাও কম্পিউটারে ওস্তাদ। তথ্য বার করে নিয়েছি আমরা। বুঝে গেছি ওই কম্পিউটারে তোমরাই ফাইল ঢুকিয়েছো।’

কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার তথা বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ আগেও তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার ধর্মতলায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতা যে দাবি করলেন তাতে রাজ্য রাজনীতি আন্দোলিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রইল। ঘটনাচক্রে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে প্রথমবারের জন্য স্বীকার করে নিলেন যে লিপস অ্যান্ড বাউন্ডস তাঁরই সংস্থা। সেই সংস্থাতেই কাজ করতেন ‘কালিঘাটের কাকু’ থুড়ি সুজয়কৃষ্ণ ভদ্র যাকে নিয়োগ দুর্নীতির ঘটনায় গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি, অভিষেক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চোখের চিকিৎসা করিয়ে দেশে ফিরতে না ফিরতেই সেই সংস্থার কার্যালয়ে হানা দেয় Enforcement Directorate বা ED’র আধিকারিকেরা। সেই প্রসঙ্গ তুলেই এদিন মমতা তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে ব্যাঙ্গের সুরেই বলেন, ‘তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও, তবে জানবে আমরাও কম বড় ওস্তাদ নই। আমরাও তথ্য বের করে নিয়েছি। কখন কোন সময়ে ওই ফাইল় ডাউনলোড করা হয়েছিল তা আমরা জানতে পেরেছি। লালবাজারে অভিযোগও করা হয়েছে।’

শুধু এইটুকুই নয়, মমতা এদিন দাবি করেছেন, কম্পিউটারে ফাইল ডাউনলোড করার ব্যাপারে লিপস অ্যান্ড বাউন্ডসের এক কর্মচারী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই কর্মচারীকেও নাকি এখন ধমকি দেওয়া হচ্ছে। তাঁকে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তল্লাশি চালানোর পর ইডি একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছিল। তাতে দাবি করা হয়েছিল যে অভিষেকই হলেন লিপস অ্যান্ড বাউন্ডসের Chief Executive Officer তথা CEO। তা নিয়ে সংবাদমাধ্যমে লেখালেখি শুরু হয়। একাংশ টিভি চ্যানেলে বিতর্কের আসর বসে। সেই কারণে এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের একাংশকেও এখাত নিয়েছেন। তিনি বলেন, ‘শুধু রাজনীতিকরা দুর্নীতিপরায়ণ নন, সাংবাদিকরাও অনেকে দুর্নীতিপরায়ণ। তাঁদের পকেটের খোঁজ নিলে অনেক কিছু বেরিয়ে পড়তে পারে। টাকা নিয়ে অনেকেই অনেক কিছু লিখে দিচ্ছেন। কোথা থেকে টাকা আসছে, সেটা যদি খুলতে শুরু করি, তাঁদের বাড়িতে রেড শুরু করি… তবে করব না, তাঁরা কোথা থেকে টাকা কালেক্ট করেন, তাহলে দেখিয়ে দিতাম যে শুধুমাত্র রাজনৈতিক নেতারা টাকা কালেক্ট করেন না, সাংবাদিকরা আরও বেশি টাকা কালেক্ট করেন। যাঁরা অবৈধ কাজ করেন, তাঁদের একটু বেশি লোভ।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাগামছাড়া গতিতে ‘রেড অ্যালার্ট’, রেষারেষি রুখতে ‘চাবিকাঠি’ থাকছে পরিবহণ দফতরের হাতে

সকালে পারদ নামল ১৩.৮ ডিগ্রিতে, আজ মরসুমের শীতলতম দিন

বৈঠকে বনসলের সঙ্গে সরাসরি কথা বলার দাবি জানালেন বিজেপি বিধায়করা

চিন্ময় প্রভুকে নিয়ে ইসকনের পাশে দাঁড়াতে চায় অখিল ভারতীয় হিন্দু মহাসভা

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে সেরার তকমা দিল কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর

ফের ব্যস্ত সময়ে এসপ্ল্যানেড মেট্রো ষ্টেশনে আত্মহত্যার চেষ্টা , ব্যাহত পরিষেবা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর