নিজস্ব প্রতিনিধি: ছটপুজোর(Chath Puja) অনুষ্ঠানের মঞ্চ থেকেই রবি দুপুরে কেন্দ্রের(Narendra Modi Government) বিরুদ্ধে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর সেই সুর চড়াবার জন্য হাতিয়ার হিসাবে বেছে নিলেন ছট পুজোয় কেন্দ্রের ছুটি না দেওয়ার ঘটনাকে(Not Given Holiday for Chath Puja)। সেই সঙ্গে বার্তা দিলেন বাংলায় বসবাসকারী হিন্দিভাষী মানুষদেরও। রবিবার দুপুরে কলকাতার একাধিক ঘাটে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দেন তিনি। তক্তাঘাট থেকে দইঘাট হয়ে চলে যান নেতাজি স্পোর্টিং ক্লাবের ছট পুজোর অনুষ্ঠানে। তবে কেন্দ্রকে তিনি বিঁধেছেন তক্তাঘাট থেকেই। সেখান থেকেই ছটপুজো উপলক্ষে রাজ্যে ২ দিন ছুটি ঘোষণাও করেন তিনি।
রবিবার দুপুরে প্রথমে মুখ্যমন্ত্রী যান তক্তাঘাটে। সেখানে উপস্থিত সকলকে ছটপুজোর শুভেচ্ছা জানান। তিনিও যে ছটপুজো অর্থাৎ সূর্যে উপাসনা করেন, সেকথা উল্লেখ করেন। গঙ্গার পবিত্রতার কথা বলে আবেদন জানান, ছটপুজোয় যাতে সেই পবিত্রতা রক্ষা করা হয়। এরপরেই তিনি নিশানা বানান কেন্দ্রকে। বলেন, ‘আপনাদের জানার জন্য বলছি, সোমবারও ছুটি থাকবে। ছটপুজো উপলক্ষে দু’দিন ছুটি দিয়েছি। আপনারা জানেন, ছটপুজোর জন্য দিল্লিও কোনও ছুটি দেয় না। আমাদের সরকার সব পুজোর জন্য ছুটি দেয়। ঈদের জন্য দু’দিন ছুটি দিই। ছটের জন্য, আরও অনেক পুজোর জন্যও ছুটি দিই। কালীপুজোতেও ছুটি দিই। তাই আপনারাই আমার ভরসা। বাংলায় যাঁরা থাকেন, তাঁরা আমাদের থেকেও বেশি বাংলাকে ভালবাসেন। দিল্লি তো ছুটিই দেয় না। আমরা দিই। সব উৎসবে ছুটি দিই। ছটপুজোতেও ২ দিন ছুটি থাকবে রাজ্যে। সবাই যাতে ভালোভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন, তার জন্য।’
তক্তাঘাটে তিনি আরও বলেন, ‘আমাদের অনেক মা-বোন আছে, যাঁরা ৩৬ ঘণ্টা উপোস করে, তারপর এই পুজো করে। আমিও খেয়ে আসিনি। আমার নামেও গঙ্গা সাগরে পুজো হয়। যে দেশে গঙ্গা বয়ে যায়, সেই দেশ পবিত্র দেশ। আমাদের রাজ্য়ে গঙ্গা আছে। আমি গঙ্গাকে প্রণাম করি।’ মুখ্যমন্ত্রী এদিন দইঘাট থেকে সদ্য সদ্য প্রয়াত কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ সদস্য তথা কলকাতা বন্দর এলাকার তৃণমূল নেতা এবং ৫ বারের বিধায়ক রাম পেয়ারে রামের(Ram Pyare Ram) কথা তুলে আনেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাম পেয়ারে রামের কথা মনে পড়ছে। প্রতিবছর দইঘাটে দেখা হত। আমাদের সাথে থাকত। আমাদের পুরনো সহযোদ্ধা। জীবনের পুরোটাই আমাদের দলকে দিয়েছেন। পরিবারকে আমাদের শোক জানাচ্ছি।’