23ºc, Clouds
Monday, 27th March, 2023 1:55 am
নিজস্ব প্রতিনিধি: পেশ হয়ে গিয়েছে ২০২৩-২৪ সালের অর্থ বাজেট(Finance Budget)। দ্বিতীয় মোদি সরকারের এটাই ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট। কেননা আগামী বছর যে বাজেট ফেব্রুয়ারি মাসে পেশ হবে তা Vote on Account হিসাবেই পেশ হবে। সেই হিসাবে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই বাজেটই ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের(Nirmala Sitaraman) কাছে ছক্কা হাঁকাবার শেষ সুযোগ। কার্যত সেই পথে হাঁটা দিতে গিয়ে তিনি হাতিয়ার করেছেন আয়কর ছাড়ের ঘোষণাকে। তাঁর বাজেটের ছত্রে ছত্রে মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্তের(Middle and Upper Middle Class) জন্য ঘোষণা। এই বাজেটে তাঁরাই লাভবান হবেন যাদের হাতে বিনিয়োগের জন্য ভালো টাকা আছে। আর লাভবান হবেন যাদের মোটা আয় আছে। অর্থাৎ সরকারি কর্মচারী, মোটা মাইনের বেসরকারি কর্মচারী এবং ব্যবসায়ীদের। আরও ভাল বললে শহুরে উচ্চশিক্ষিত চাকুরিজীবী মধ্যবিত্তরা। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও(Narendra Modi) এই বাজেটকে ‘মধ্যবিত্তের মনস্কামনা পূরণের বাজেট’ হিসাবে চিহ্নিত করেছেন। উল্টোদিকে তাঁরই প্রবল প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এই বাজেটকে ‘অমাবস্যার অন্ধকার’ বলে দেগে দিয়েছেন,
আরও পড়ুন মধ্যবিত্তের ভোটব্যাঙ্ক মাথায় রেখে বাজেট নির্মলার
এদিনের বাজেটে যে মধ্যবিত্ত সম্প্রদায় সব থেকে বেশি লাভের মুখ দেখবেন সেকথা অস্বীকার করা যায় না। বার বার অভিযোগ উঠেছিল, মধ্যবিত্তদের আয় বাড়ছে না বলে তাঁদের ব্যয়ও কমে গিয়েছে। তার জেরে ধুঁকছে দেশের ভোগ্যপণ্যের বাজার। ভোগ্য পণ্যের উৎপাদন হলেও তার বিক্রি তলানিতে এসে ঠেকেছিল। ধাক্কা লাগছিল সরকারি কোষাগারেও। কিন্তু নির্মলা এবারে যে বাজেট দিলেন তাতে দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম ও মোটা আয়ের মানুষেরা এবার অনেকটাই হাত খুলে খরচ করতে পারবেন। তাতে ভোগ্য পণ্যের বাজার বাড়বে। কিন্তু এই লাভটা কারা পাবেন? না, ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয় তাঁরা এই সুবিধা পাবেন। কিন্তু ৩ লক্ষ টাকার কম যাদের আয় তাঁদের আয় বৃদ্ধির কোনও ঘোষণা কিন্তু নির্মলার বাজেটে নেই। এমনকি বাজেটে ছিঁটেফোঁটা কোনও উল্লেখ নেই ১০০ দিনের কাজের প্রকল্পের যা গ্রামীণ ভারতের দরিদ্র মানুষের আয়ের অন্যতম উৎস। সেই প্রকল্পের খাতে কোনও ঘোষণাই করেননি নির্মলা সীতারমণ। স্বাভাবিক ভাবেই গ্রামীণ ভারতের লাভ নেই যেখানে, নিম্নবিত্তের আয়বৃদ্ধির সম্ভাবনা নেই যেখানে, সেই বাজেটকে মমতা যদি ‘অমাবস্যার অন্ধকার’ বলে থাকেন তো ভুল কী বলেছেন!