এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভগবতের পথেই মমতা, ইঙ্গিতবাহী বার্তা LGBTQদের জন্য

কৌশিক দে সরকার: দেশ কী নিঃশব্দ বিপ্লবের পথে এগোচ্ছে? স্বপ্ন সত্যি হতে যাচ্ছে? একের পর এক বৈপ্লবিক বার্তা রামধনু পরিবারের(Rainbow Family) জন্য। দেশের বিভিন্ন হাইকোর্টে দায়ের হওয়া সমলিঙ্গের বিয়ে(Same Sex Marriage) সংক্রান্ত মামলাগুলি আগামী মার্চ মাসে একসঙ্গে শোনার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court)। সেই সঙ্গে কেন্দ্রের কাছ থেকে দেশের শীর্ষ আদালত ফেব্রুয়ারি মাসের মধ্যে হলফনামা চেয়েছে এই বিষয়ে তাঁরা কী ভাবছে তা জানার জন্য। সেই ঘটনার রেশ কাটার আগেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের(RSS) মাথা মোহন ভাগবত(Mohon Bhagabat) রামধনু পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। সেই বার্তাও দেশজুড়ে আলোড়ন তুলেছেন। আর সোমবার কলকাতার এসএসকেএম হাসপাতালের মঞ্চে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা ভাবী ভারতের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আরও ইঙ্গিতবাহী বার্তা দিয়ে দিলেন রামধনু পরিবারের জন্য। এবার অপেক্ষা শুধু একটা ঐতিহাসিক রায়ের জন্য যা হয়তো চলতি বছরেই আসতে চলেছে। হয়তো সমলিঙ্গের বিয়ে আইনি বৈধতা পেতে চলেছে। নানা মহলের ইঙ্গিতবাহী মন্তব্য পর পর আসায় সেই ধারনাই তৈরি হয়েছে বাংলার পাশাপাশি দেশজুড়েই।

আরও পড়ুন সমকামিতায় বিপ্লব সঙ্ঘ প্রধানের, খুশ রামধনু পরিবার

ঠিক কী বলেছেন এদিন বাংলার মুখ্যমন্ত্রী? এদিন এসএসকেএমে এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজ বক্তব্য রাখার সময়েই মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের শেষদিকে বলেন, ‘আরে বন্ধু তো হতেই পারে। ছেলেদের মেয়ে বন্ধু হতে পারে না, না মেয়দের ছেলে বন্ধু হতে পারে না! হতেই পারে। আপনি এক জায়গায় কাজ করছেন এখন তো আর ওইরকম নেই যে সব সেপারেট। আমি তো শুনেছি ছেলেদের মেয়ে বন্ধু ভাল হয়, মেয়দের ছেলে বন্ধু ভাল হয়। আবার মেয়েদের মেয়ে বন্ধুও ভাল হয়, উল্টে বলি ছেলেদের ছেলে বন্ধুও ভাল হয়। সবচেয়ে বড় কথা হল মন। মন যেটাকে দেবে তার থেকে বেশি কেউ দিতে পারে না।’ আর মুখ্যমন্ত্রীর এই বার্তা ঘিরেই এখন রামধনু পরিবারের পড়ে গিয়েছে শোরগোল। তাহলে কী সমপ্রেমে এবার সায় দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নয়নে অনেক কিছুই করেছেন তিনি। তাঁদের শুধু মানবিক সম্মানই দেননি, তাঁদের জন্য সরকারি চাকরির ব্যবস্থাও করেছেন তিনি। কিন্তু এতদিন রামধনু পরিবারের(LGBTQ) Gay ও Lesbienদের একটা ক্ষোভ ছিল ‘দিদি কেন আমাদের মান্যতা দিচ্ছেন না। রামধনু মানেই কী শুধুই তৃতীয় লিঙ্গের মানুষ? দুটো ছেলে বা দুটো মেয়ে একে অপরকে ভালবাসলে কেন তাঁরা বিয়ে করতে পারবে না? কেন তাঁরা আর ৫জন নাগরিকের মতো সরকারি সুযোগসুবিধা পাবে না?’ এদিন কিন্তু সেই দিদির গলায় ভিন্ন সুর। আর তাই খুশ রামধনু পরিবারও।

আরও পড়ুন Same Sex Marriage নিয়ে দ্রুত মত জানান, কেন্দ্রকে সুপ্রিম কোর্ট

একই সঙ্গে আরও একটি বিষয় জাতীয় স্তরের রাজনীতিতে মুহুর্তের মধ্যে শোরগোল ফেলে দিল। এদিন থেকেই দিল্লিতে শুরু হচ্ছে বিজেপির ২ দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক। কার্যত এদিনের বৈঠকে ২০২৪ এর রূপরেখা তৈরি হয়ে যাবে। সেই বৈঠকে না থেকেও থেকে যাবেন মমতা। সশরীরে নয়, আলোচনার বিষয়বস্তুতে। আবার ঠিক ২ দিন বাদে কলকাতায় পা রাখতে চলেছেন মোহন ভাগবত যিনি রামধনু পরিবারকে প্রকাশ্যেই সমর্থন জানিয়ে দিন ছয়েক আগেই বলেছিলেন, ‘সমকামীদের নিজস্ব ব্যক্তিগত জায়গা থাকা উচিত। এটি বায়োলজিকাল। সংঘকে এই দৃষ্টিভঙ্গি প্রচার করতে হবে। এই ধরনের মানুষ সবসময় ছিলেন যতদিন ধরে মানুষের অস্তিত্ব আছে… এটা জীবন ধারণের বায়োলজিকাল একটি বিষয়। আমরা চাই তাঁদের নিজস্ব ব্যক্তিগত জায়গা থাকুক এবং তাঁরাও সমাজের একটি অংশ বলে নিজেদের মনে করুক। আমাদের এই দৃষ্টিভঙ্গি প্রচার করতে হবে। কারণ এই ইস্যু সমাধানের অন্য সমস্ত উপায়ই ব্যর্থ হবে। সংঘ প্রথাগত রাজনীতি থেকে দূরে থাকবে। তবে, জনগণের উদ্বেগ স্বয়ংসেবকদের কাছে পৌঁছে দেবে।’ এদিন কার্যত ভাগবতের সুরই ইঙ্গিতবাহী হয়ে উঠে এসেছে মমতার গলায়, ‘মেয়েদের মেয়ে বন্ধুও ভাল হয়, উল্টে বলি ছেলেদের ছেলে বন্ধুও ভাল হয়।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৯ লক্ষ মানুষের মাথায় পাকা ছাদ, ‘গৃহশ্রী’ পোর্টাল আনছে রাজ্য

কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে

‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্ট আদালতে জমা ইডির

নিউটাউনে পরিত্যক্ত বহুতল থেকে উদ্ধার যুবকের নিথর মৃতদেহ

ভোট পেতে কুণাল ঘোষকে ফোন কংগ্রেস প্রার্থী  প্রদীপ ভট্টাচার্যের

২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে এসএসসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর