এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘ওহে নন্দলাল’, মোদির নয়া নামকরণ করলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদির(Narendra Modi) নতুন নামকরণ হল। সেই নামকরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী(Bengal Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাও সেই সিঙ্গুরের(Singur) মাটিতে দাঁড়িয়ে যে সিঙ্গুর তাঁকে বাংলার বিরোধী দলনেত্রী থেকে ক্ষমতার মসনদে পৌঁছে দিয়েছে। যে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে এদিন মমতা ৩৪ বছরের বাম সরকারকে উৎখাত করার ডাক দিয়েছিলেন সেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েই এদিন তিনি শুধু প্রধানমন্ত্রীর নতুন নামকরণই করেননি, তাঁকে কটাক্ষও হেনেছেন। সেই সঙ্গে নিজের সিঙ্গুর আন্দোলনের স্মৃতিও তুলে এনেছেন।

আরও পড়ুন নিজের হাতে ইট-সিমেন্টের গাঁথনি দিয়ে ‘পথশ্রী-রাস্তাশ্রী’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই তিনি কটাক্ষ হানেন প্রধানমন্ত্রীকে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও মূল্যবৃদ্ধির অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নন্দলাল’ বলে সম্বোধন করেন তিনি। সলিল চৌধুরীর ‘নন্দলাল ও দেবদুলাল’ গানের অনুকরণে সুর করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওহে নন্দলাল, ১১৪৯ টাকার চালে ফুটছে বিনা পয়সার চাল। ওহে নন্দলাল বাহবা, বাহবা, বাহবা। বাহবা নন্দলাল।’ এর আগেও বিনামূল্যের চাল এবং গ্যাসের অতিরিক্ত দাম নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। তবে এ বারের আক্রমণ অভিনব। এদিন সিঙ্গুরে দাঁড়িয়ে মমতা পুরনো জমি আন্দোলনের কথাও তুলে ধরেন। তুলে আনেন তাপসী মালিক হত্যাকাণ্ডের প্রসঙ্গও। তিনি বলেন, ‘আমি এই সিঙ্গুরের জমি আন্দোলন নিয়ে জল পর্যন্ত না খেয়ে ২৬ দিনের আমরণ অনশন করেছিলাম। এই সিঙ্গুরেও আমি ১৪ দিনের ধর্নায় বসেছিলাম। এখানের মা-বোনেরা তখন আমাকে খাবার এনে খাওয়াতেন। আমরা নিজেরাও এখানে রান্না করতাম। এক দিন তো এত ঝড়বৃষ্টি হল যে আমাদের ধর্না মঞ্চ উড়ে যায়। ট্রাক এসে প্রায় আমাদের প্রায় ১০০ জন চাপা দিয়ে দিচ্ছিল। আমি কিছু ভুলিনি। আমি তাপসীর কথাও ভুলিনি। কী ভাবে তাকে পুড়িয়ে মারা হচ্ছিল। তাই এখানের মাটি ছুঁয়েই আমি আগামী দু’দিন কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসব। কেন আর্থিক বঞ্চনা করা হল, গণতন্ত্রকে হত্যা করা হল, তার জবাব চাইব।’

আরও পড়ুন ৩০২ কোটিতে ৬১৫টি রাস্তা, মমতায় মগ্ন হুগলি

পাশাপাশি উন্নয়নের খাতে সিঙ্গুরে ৯ কোটি ২০ লক্ষ ব্যয়ে ৮ একর জমির উপর ‘ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ তৈরি করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জেলার জন্য একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের কথাও ঘোষণা করেন। তাঁর অভিযোগ, ১০০ দিনের টাকা থেকে শুরু করে ছাত্রদের স্কলারশিপের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জিএসটির নামে রাজ্য থেকে টাকা নিয়ে গেলেও বাংলার প্রকল্পের জন্য কোনও টাকা দেয় না। জিএসটিকে সমর্থন করার সিদ্ধান্ত ‘ভুল ছিল’ বলেও এদিন মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ‘গ্রামীণ রাস্তাগুলি তৈরি করতে প্রায় ৪ হাজার কোটি টাকা খরচ হবে। সবই রাজ্য সরকারের টাকা। কেন্দ্রের টাকা নেই। জিএসটি করার পর দিল্লি সব টাকা নিয়ে যায়। কিন্তু বাংলার প্রকল্পের টাকা আটকে রেখে দেয়। জিএসটিকে সমর্থন করা ভুল সিদ্ধান্ত ছিল। কেন্দ্র এখন ১০০ দিনের টাকা, আবাসের টাকা, ছাত্রছাত্রীদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। একটা কাজও বাংলাকে দেওয়া হয়নি। আমরা ঠিক করেছি রাজ্যই টাকা দিয়ে মানুষকে সাহায্য করবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৯ লক্ষ মানুষের মাথায় পাকা ছাদ, ‘গৃহশ্রী’ পোর্টাল আনছে রাজ্য

কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে

‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্ট আদালতে জমা ইডির

নিউটাউনে পরিত্যক্ত বহুতল থেকে উদ্ধার যুবকের নিথর মৃতদেহ

ভোট পেতে কুণাল ঘোষকে ফোন কংগ্রেস প্রার্থী  প্রদীপ ভট্টাচার্যের

২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে এসএসসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর